ফুরিন হল সবুজাভ হলদে রঙের একরকম বিষাক্ত গ্যাস, যা জলে মিশে থাকা সোডিয়াম ও পটাশিয়ামের সঙ্গে যুক্ত হয়ে সোডিয়াম ফ্লুরাইডও পটাসিয়াম ফ্লুরাইড তৈরি করে। অর্সেনিকের মতো ফুরাইড ও একটি তীব্র ক্ষতিকারক গ্যাসীয় পদার্থ। জলের মধ্যে দ্রবীভূত ফ্লুরাইড থেকে মানবদেহে বিষক্রিয়ার সৃষ্টি হয়। ফ্লুরাইড প্রথমে মানুষের শ্লেষ্মাঝিল্লি আক্রমণ করে। মানবদেহে ক্রমাগত ফ্লুরাইড প্রবেশ করলে ফ্লুরোসিস রোগ দেখা দেয়।
এই রোগে দাঁত ও হাড়ের নানান গঠনগত সমস্যা সৃষ্টি হয়। ওই রোগে আক্রান্ত মানুষ ক্রমশ পঙ্গু হয়ে যায়। হাড়ের ও দাঁতের ক্যালসিয়ামের সঙ্গে ফ্লোরিনের বিক্রিয়ার ফলে হাড় ও দাঁত দুর্বল হয়ে যায়। এই রোগকে নক্ নি সিনড্রোম নামেও অভিহিত করা হয়। ফসফেট সার, প্লাস্টিক, কাচ শিল্প, ক্লোরিন যুক্ত যৌগ ব্যবহার হয় এরকম সব কারখানা থেকে নির্গত ফ্লোরিনের যৌগ দ্বারা জল দূষিত হতে পারে।
Leave a reply
You must login or register to add a new comment .