মৃত্তিকা দূষণে শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য পদার্থের ক্ষতিকর প্রভাব
(ক) শিল্পকেন্দ্রগুলিই পরিবেশ দূষণের মূল উৎস। শিল্পে ব্যবহৃত জলের সঙ্গে নানারকম দূষিত বর্জ্য পদার্থ নির্গত হয়। শিল্পজাত বর্জ্য পদার্থের মধ্যে বিভিন্ন প্রকার তেল জাতীয় পদার্থ, প্লাস্টিক, ধাতব দ্রব্য, বিভিন্ন প্রকারের রাসায়নিক দ্রব্য এবং অদ্রাব্য ভাসমান বস্তু প্রধান। জৈব পদার্থ ব্যবহারকারী শিল্পগুলি বেশি মাত্রায় মৃত্তিকা দূষণ ঘটায়।
এই শিল্পগুলি হল—চমশিল্প, তৈল শোধনাগার, পানীয় প্রস্তুতকারী শিল্প, কাপড়, কাগজ, রবার প্রভৃতি শিল্প।
(খ) এছাড়া বিভিন্ন ধরনের শিল্প কারখানা থেকে গ্যাসীয় এবং অগ্যাসীয় দূষক পদার্থ নির্গত হয়ে মৃত্তিকাতে মিশে পরিবেশকে দূষিত করে। যেমন : তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত উড়ন্ত ছাই মাটিতে মিশে মাটির স্বাভাবিক উর্বরতা শক্তিকে নষ্ট করে দেয়।
Leave a reply
You must login or register to add a new comment .