জমিতে বর্জ পদার্থের ক্ষতিকর প্রভাব
গৃহ এবং বাজারের বর্জ্য পদার্থগুলির মধ্যে সারাদিনের তরিতরকারির খোসা, শাক- সবজি, ব্যবহৃত কাগজ, পলিথিনের প্যাকেট, কাচের টুকরো, শিশি-বোতল, ডাবের খোলা, ধাতব পদার্থের টুকরো, মলমূত্র, ময়লা জল প্রভৃতি প্রধান। এইসব জমানো জঞ্জালের একটা অংশ সব সময়ই রাস্তার পাশে, ডাস্টবিনে বা যেখানে-সেখানে পড়ে থাকে মূলত দুটি কারণে, যেমন –
(ক) জমা জঞ্জাল পুরোপুরি অপসারিত না হওয়া এবং (খ) অপসারিত হবার ঠিক পরেই নতুন আবর্জনা ওই সব স্থানে ফেলার ফলে। ওই সব জমা আবর্জনা পচনের ফলে ক্ষতিকারক জৈব বা অজৈব রাসায়নিক পদার্থ উৎপন্ন হয়ে মাটিকে দুর্গন্ধময় করে তোলে। এছাড়া ডাস্টবিন ও ভ্যাটে রাখা জঞ্জালের পচনে সৃষ্ট দুর্গন্ধ আশপাশের এলাকায় অসহনীয় অবস্থার সৃষ্টি করে। ঐ দুর্গন্ধযুক্ত বায়ুর শ্বাসগ্রহণে আমাদের যে কেবলমাত্র বিরক্তিবোধ হয় তাই নয়, অনেক ক্ষেত্রে আমাদের শারীরিক ক্ষতিও করে। এছাড়া পচনজাত দ্রব্যগুলি থেকে জীবাণুবাহক মশা, মাছি প্রভৃতি মানুষ ও প্রাণীর শরীরে নানারকমের রোগ ছড়ায়। এটি মৃত্তিকা দূষণের অন্যতম কারণ।
Leave a reply
You must login or register to add a new comment .