সম্মিলিত জাতিপুঞ্জের আনুষ্ঠানিক সূচনা
১৯৪৫ খ্রিস্টাব্দে আমেরিকার সানফ্রান্সিসকো শহরে সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য, নীতি, গণতন্ত্র প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়। বিশ্বের ৫২টি রাষ্ট্র এই সনদে স্বাক্ষর করে।
ঐতিহাসিক ল্যাংসাম (Langsam) তাই বলেছেন, The “Sanfrancisco Conference sat from April 25 to June 26, 1945. Fifty nations participated and fifty one became original signatories of the resulting United Nations Charter.” এই সম্মেলনের উদ্যোক্তা ছিল প্রধান চারটি দেশ। ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর থেকে এই সনদ আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় বলে এই দিনটিকে সম্মিলিত জাতিপুঞ্জের প্রতিষ্ঠা দিবস হিসেবে ধরা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .