দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে শান্তির প্রয়াস
১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি কত খ্রিস্টাব্দে হয়?
উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি হয়।
২। আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দের আগস্ট মাসে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়।
৩। আটলান্টিক সনদ কোথায় স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর : আটলান্টিক মহাসাগরে ‘প্রিন্স অফ্ ওয়েলস’ নামক যুদ্ধজাহাজে আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল।
৪। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৪৫ সালের ফ্রেব্রুয়ারি মাসে ইয়াল্ল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়।
৫। সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দে ২৪ অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়।
৬। ট্র্যান কে ছিলেন?
উত্তরঃ ট্রুম্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
৭। ‘ঠান্ডা যুদ্ধ’ বা Cold War কথাটির প্রবক্তা কে?
উত্তর : প্রখ্যাত মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান ‘ঠান্ডা যুদ্ধ বা Cold War কথাটির প্রবক্তা।
৮। রাশিয়ার আগ্রাসী কার্যকলাপকে ‘লৌহ যবনিকার আচ্ছাদন’ কে বলেন?
উত্তর : ব্রিটিশ রাষ্ট্রনীতিবিদ চার্চিল রাশিয়ার আগ্রাসী কার্যকলাপকে ‘লৌহ যবনিকার আচ্ছাদন’ বলেন।
৯। ব্রহ্মদেশ কখন স্বাধীন হয়?
উত্তর : ১৯৪৮ খ্রিস্টাব্দে, ব্রহ্মদেশ স্বাধীন হয়।
১০। সিংহল কখন স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি লাভ করে?
উত্তর: ১৯৪৭ খ্রিস্টাব্দে সিংহল স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি লাভ করে।
১১। ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী দলের নেতৃত্বে কে ছিলেন?
উত্তরঃ ড. সুকর্ণ ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ছিলেন।
১২। ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন ড. সুকর্ণ।
১৩। কবে স্বাধীন ও সার্বভৌম ইন্দোনেশিয়া যুক্তরাষ্ট্রের জন্ম হয়?
উত্তর : ১৯৪৯ সালের ডিসেম্বর মাসে স্বাধীন ও সার্বভৌম ইন্দোনেশিয়া যুক্ত রাষ্ট্রের জন্ম হয়।
১৪। ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন?
উত্তরঃ ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন ডক্টর হো-চি-মিন।
১৫। ভিয়েতনাম কখন ঐক্যবদ্ধ রাষ্ট্রের মর্যাদা পায়?
উত্তরঃ ১৯৭৬ খ্রিস্টাব্দে ভিয়েতনাম ঐক্যবদ্ধ রাষ্ট্রের মর্যাদা পায়।
১৬। কোরিয়ার যুদ্ধ কখন শুরু হয়?
উত্তরঃ ১৯৫০ খ্রিস্টাব্দে কোরিয়ার যুদ্ধ শুরু হয়।
১৭। চার্চিল কে ছিলেন?
উত্তর : চার্চিল ছিলেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী।
১৮। রুজভেল্ট কে ছিলেন?
উত্তর : বুজভেল্ট ছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি।
১৯। চিনে কমিউনিস্ট সরকার কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৯ খ্রিস্টাব্দে চিনে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়।
২০। কার নেতৃত্বে চিনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর ঃ মাও-সে-তুঙের নেতৃত্বে চিনে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
২১। ভিয়েতনামে সাম্যবাদী সরকার কবে ক্ষমতায় আসে?
উত্তরঃ ১৯৭৫ খ্রিস্টাব্দে ভিয়েতনামে সাম্যবাদী সরকার ক্ষমতায় আসে।
২২। রাশিয়ায় সাম্যবাদী সরকারের অবলুপ্তি কবে হয়?
উত্তরঃ ১৯৯১ খ্রিস্টাব্দে রাশিয়ায় সাম্যবাদী সরকারের অবলুপ্তি ঘটে।
২৩। রাশিয়ায় কার নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব হয়?
উত্তর : লেনিনের নেতৃত্বে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
২৪। স্ট্যালিন কে ছিলেন?
উত্তর: স্ট্যালিন ছিলেন সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান।
২৫। আলজিরিয়া কবে স্বাধীন হয়?
উত্তরঃ ১৯৬২ খ্রিস্টাব্দে আলজিরিয়া স্বাধীন হয়।
২৬। পটডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দের ১৭ জুলাই পটাডাম সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৭। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৮। আলজিরিয়া কার পরাধীনতা থেকে মুক্ত হয়?
উত্তর : ফ্রান্সের পরাধীনতা থেকে আলজিরিয়া মুক্ত হয়।
২৯। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম অধিবেশন কোথায় বসে?
উত্তর : সানফ্রান্সিসকো শহরে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম অধিবেশন বসে।
৩০। আটলান্টিক সনদে স্বাক্ষরকারী কারা ছিলেন?
উত্তরঃ মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল।
৩১। ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এতে কারা অংশগ্রহণ করেন।
উত্তর : ১৯৪৫ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে ইয়াল্ল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে আমেরিকা, ইংল্যান্ড ও রাশিয়ার রাষ্ট্রনায়করা অংশগ্রহণ করেন।
৩২। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোন্ সময়ে ও কোথায় মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোমা নিক্ষেপ করে?
উত্তর : ১৯৪৫ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র আণবিক বোমা নিক্ষেপ করে।
৩৩। আটলান্টিক চার্টার কী?
উত্তরঃ ১৯৪১ খ্রিস্টাব্দে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল আটলান্টিক সাগরে ‘প্রিন্স অব ওয়েলস’ নামক জাহাজে মিলিত হয় এবং বিশ্বশান্তি স্থাপন এবং মানবজাতির অধিকারের এক ঘোষণাপত্র স্বাক্ষর করেন। এই ঘোষণাপত্র আটলান্টিক চার্টার বা সনদ নামে পরিচিত।
৩৪। ভেটো কী?
উত্তর : নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় সহমত পোষণ করে। কিন্তু ওই পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে কোনো একটি সদস্যের প্রস্তাব সম্পর্কে অসম্মতি জ্ঞাপনের প্রক্রিয়াকে ভেটো বলে।
৩৫। পটাডাম সম্মেলন কাদের মধ্যে অনুষ্ঠিত হয়?
উত্তর : মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান, ক্লিমেন্ট এটলি ও জোসেফ স্ট্যালিনের মধ্যে।
৩৬। ট্রুম্যান তত্ত্ব কী?
উত্তর : সাম্যবাদকে প্রতিহত করার উদ্দেশ্যে ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ মার্কিন কংগ্রেসের রাষ্ট্রপতি ট্রুম্যান যে নীতি ঘোষণা করেন তা ট্রুম্যান তত্ত্ব নামে পরিচিত।
৩৭। কমিনফর্ম কী? কেন গঠিত হয়?
উত্তর : কমিনফর্ম একটি সংস্থা। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কমিউনিস্ট রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ রাখাই ছিল. এর উদ্দেশ্য।
৩৮। মরক্কো কবে স্বাধীন হয়? কোন্ কোন্ অঞ্চল নিয়ে মরক্কো রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর : ১৯৫৬ খ্রিস্টাব্দের ৫ এপ্রিল মরক্কো স্বাধীন হয়। ফরাসি ও স্পেনীয় অঞ্চল মিলিত হয়ে ঐক্যবদ্ধ মরক্কো রাষ্ট্রের জন্ম হয়।
৩৯। ইয়াল্টা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ কে কে ছিলেন?
উত্তরঃ ইয়াল্টা সম্মেলনে উপস্থিত ছিলেন রুজভেল্ট, চার্চিল এবং স্ট্যালিন।
৪০। কার নেতৃত্বে কখন আলজিরিয়ার স্বাধীনতা স্বীকৃত হয়?
উত্তর ঃ ১৯৬২ খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি দ্য-গল-এর নেতৃত্বে গণভোটের মাধ্যমে আলজিরিয়ার স্বাধীনতা স্বীকৃত হয়।
৪১। জোট নিরপেক্ষ নীতি কী?
উত্তরঃ বিশ্বের প্রধান বিবদমান দুই শক্তি মর্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়া। এই দুই শিবিরের কোনোটিতেই যোগ না দিয়ে নিরপেক্ষভাবে সহাবস্থান করার যে নীতি তাকেই বলা হয় জোট নিরপেক্ষ নীতি।
৪২। কোন্ পাঁচটি দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও চিন এই পাঁচটি দেশ।
৪৩। ‘ওয়ারশ (Warsaw) চুক্তি’ নামে সামরিক জোট কেন গঠিত হয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যে যে দুটি সামরিক জোট গড়ে তোলে তার বিরুদ্ধে রাশিয়া ‘ওয়ারশ চুক্তি’ (Warsaw pact) নামে সামরিক জোট গঠন করে।
৪৪। বন্দুিং সম্মেলন কখন অনুষ্ঠিত হয়? এর প্রধান উদ্যোক্তা কে?
উত্তরঃ ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৮-২৬ এপ্রিল বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
৪৫। কবে কোথায় রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়?
উত্তর : ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর সানফ্রান্সিকো সম্মেলনে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .