বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ
বায়ু চাপকে প্রধানত দুইভাগে ভাগ করা হয় : (১) উচ্চচাপ ও (২) নিম্নচাপ। উচ্চচাপ বা নিম্নচাপ বলতে বায়ুর কোনো নির্দিষ্ট চাপ বোঝায় না, কারণ উচ্চচাপ বা নিম্নচাপের ধারণাটি তুলনামূলক।
→ উচ্চচাপ বায়ুমণ্ডলের সেই অবস্থাকে বোঝায় যখন ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ থাকে প্রায় ১,০১৩ মিলিবার বা তার বেশি। অন্য দিকে নিম্নচাপ বায়ুমণ্ডলের সেই অবস্থাকে বোঝায় যখন ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ থাকে ৯৮৬ মিলিবার বা তার কম। বায়ুর নিম্নচাপ অঞ্চলে সাধারণত ঘূর্ণবাত ও উচ্চচাপ অঞ্চলে প্রতীপ ঘূর্ণবাত দেখা যায়।
Leave a reply
You must login or register to add a new comment .