আবহাওয়া ও জলবায়ুর উপাদান হিসেবে বায়ু প্রবাহ, আদ্রতা ও বৃষ্টিপাত
১। কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়?
উত্তর : ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়।
২। ভূপৃষ্ঠে স্বাভাবিক বায়ুচাপ কত?
উত্তর : ভূ-পৃষ্ঠে (সমুদ্রপৃষ্ঠে) বায়ুর চাপ, প্রতি বর্গ সেন্টিমিটারে ১.০৩ বা ১ কিলোগ্রাম ওজনের সমান। অর্থাৎ ভূ-পৃষ্ঠে বায়ুর চাপ ৭৬০ মিলিমিটার বা ১,০১৩.২ মিলিবার।
৩। সমচাপ রেখা কাকে বলে?
উত্তর : বছরের কোনো নির্দিষ্ট সময়ে, পৃথিবীর যেসব স্থানে গড় বায়ুর চাপ একই রকম
থাকে, আবহাওয়া মানচিত্রে সেইসব স্থানের ওপর দিয়ে যে কল্পিত রেখা টানা হয়, তাকে সমচাপ রেখা বলে।
৪। একটি সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ দাও।
উত্তর : স্থলবায়ু অথবা সমুদ্রবায়ু অথবা মৌসুমি বায়ু।
৫। কোন্ পদ্ধতিতে সৌরতাপ ভূ-পৃষ্ঠে পৌঁছায়?
উত্তর : বিকিরণ পদ্ধতিতে সৌরতাপ ভূ-পৃষ্ঠে পৌঁছায়।
৬। কোন যন্ত্রের সাহায্যে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন উত্তাপ পরিমাপ করা হয়?
উত্তর : গরিষ্ঠ এবং লঘিষ্ঠ তাপমান যন্ত্রের সাহায্যে।
৭। বায়ুমণ্ডলের তাপ পরিমাপের একক কী কী?
উত্তর : সেন্ট্রিগ্রেড ও ফারেনহাইট।
৮। ৩২° ফারেনহাইট উষ্ণতার সঙ্গে কত ডিগ্রি সেন্ট্রিগ্রেড তাপমাত্রা সমান?
উত্তর : ০° সেন্ট্রিগ্রেড।
৯। কোন্ গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা বেশি?
উত্তর : উত্তর গোলার্ধে।
১০। কোন্ গোলার্ধে সমোষ্ণরেখাগুলির বক্রতা কম?
উত্তর : দক্ষিণ গোলার্ধে।
১১। সমুদ্রপৃষ্ঠে প্রতি বর্গ সেন্টিমিটারের বায়ুর চাপ কত?
উত্তর : ৭৬০ মিলিমিটার বা ১০১৩.২ মিলিবার।
১২। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রতি ১১০ মিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর চাপ কত হ্রাস পায় ?
উত্তর : ১ সেমি
১৩। কোন অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে?
উত্তর : ৪০°-৫০° দক্ষিণ অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলকে গর্জনশীল চল্লিশা বলে।
১৪। সমুদ্রবায়ু কোন্ সময় প্রবাহিত হয় ? অথবা, সমুদ্রোপকূলে দিবাভাগে যে বায়ু প্রবাহি হয় তার নাম কী ?
উত্তর : সমুদ্রবায়ু দিনের বেলায় প্রবাহিত হয়। সমুদ্র বায়ু।
১৫। স্থলবায়ু কোন্ সময় প্রবাহিত হয়?
উত্তর : স্থলবায়ু রাত্রে প্রবাহিত হয়।
১৬। কোন্ মৌসুমি বাতাসের দ্বারা বৃষ্টি হয় না?
উত্তর : শীতকালীন মৌসুমি বাতাসের দ্বারা বৃষ্টি হয় না।
১৭। কোন্ বায়ু স্থলবায়ু ও সমুদ্রবায়ুর ব্যাপক সংস্করণ ?
উত্তর : মৌসুমি বায়ু ।
১৮। চিন, জাপান প্রভৃতি দেশে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ু কোন্ দিক থেকে প্রবাহিত হয়?
উত্তর : দক্ষিণ পূর্ব দিক থেকে।
১৯। চিন সাগরের ঘূর্ণবাত কী নামে পরিচিত?
উত্তর : টাইফুন।
২০। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের ঘূর্ণবাত কী নামে পরিচিত?
উত্তর : হ্যারিকেন।
২১। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ঘূর্ণবাত কী কী নামে পরিচিত?
উত্তর : কালবৈশাখী ও আশ্বিনের ঝড়।
২২। সিসিলিতে প্রবাহিত একপ্রকার উষ্ণ স্থানীয় বায়ু কী নামে পরিচিত?
উত্তর : সিরক্কো।
২৩। লু বাতাস কোন্ সময় প্রবাহিত হয়?
উত্তর : গ্রীষ্মকালে।
২৪। বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে নিরূপণ করা হয় ?
উত্তর : শুষ্ক ও আর্দ্র কুণ্ডযুক্ত হাইগ্রোমিটারের সাহায্যে।
২৯। নিয়তবায়ু কাকে বলে?
উত্তর : ভূ-পৃষ্ঠে সারাবছর ধরে নিয়মিতভাবে একটি নির্দিষ্ট দিক থেকে আর একটি নির্দিষ্ট দিকে প্রবাহিত বায়ুকে নিয়তবায়ু প্রবাহ বলে।
৩০। অধঃক্ষেপণ কাকে বলে?
উত্তর : বায়ুমণ্ডলের জলীয়বাষ্প ঘনীভূত হয়ে জলকণা ও তুষার কণায় পরিণত হলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বৃষ্টি, শিশির, তুষারপাত প্রভৃতি রূপে ভূ-পৃষ্ঠে পতিত হয়, এই প্রাকৃতিক ঘটনাকে অধঃক্ষেপণ বলে।
Leave a reply
You must login or register to add a new comment .