ভারতে সুপ্রিমকোর্টের ক্ষমতা ও কার্যাবলি
সুপ্রিমকোর্ট হল ভারতের সর্ব্বোচ্চ আপিল আদালত। সুপ্রিমকোর্টের কতকগুলি ক্ষমতা আছে। এগুলিকে মোটামুটিভাবে চারভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে।
(১) মূল এলাকাভুক্ত ক্ষমতা
রাজ্য-রাজ্য বা কেন্দ্র-রাজ্য বিরোধের মিমাংসা করা, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি করা, প্রভৃতি হল সুপ্রিম কোর্টের মূল এলাকার অন্তর্ভুক্ত।
(২) আপিল এলাকাভুক্ত ক্ষমতা
সংবিধানের ব্যাখ্যা সংক্রান্ত কোনো কোর্টের দেওয়ানি বা ফৌজদারি মামলা বিচারের ক্ষমতা সুপ্রিম কোর্টের আছে সেক্ষেত্রে হাইকোর্টের প্রশংসাপত্র প্রদানের দরকার হয় না। কোনো দেওয়ানি মামলা যদি হাইকোর্ট সুপ্রিম কোর্টে আপিল করার শংসাপত্র দেয় তবে সেই মামলা সুপ্রিম কোর্টে আপিল যোগ্য বলে বিবেচিত হয়।
তাছাড়া ভারতের যে-কোনো আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো ব্যক্তি সুপ্রিম কোর্টে আপিল করলে সুপ্রিম কোর্টের সেই আপিল গ্রহণ করার ক্ষমতা আছে।
(৩) পরামর্শদান সংক্রান্ত্র এলাকাভুক্ত ক্ষমতা
আইন বা তথ্য সংক্রান্ত যে-কোনো বিষয়ে সুপ্রিমকোট রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। কোনো, সন্ধি চুক্তি, অঙ্গীকারপত্র সনদ প্রভৃতি সংক্রান্ত বিষয়ে বিরোধ দেখা দিলে সুপ্রিম কোর্ট তার গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে।
(৪) আদেশ বা নির্দেশ জারি করার ক্ষমতা
সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি বলবৎ করার ব্যাপরে জনগণ সুপ্রিম কোর্টের দারস্থ হতে পারেন। মৌলিক অধিকারগুলিকে সংরক্ষণ করার ব্যাপারে সুপ্রিমকোর্ট লেখ বা আদেশ জারি করার অধিকারী। এগুলি ছাড়াও ভারতের সুপ্রিমকোর্ট ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে যে-কোনো আদশ জারি করতে পারে। নিজের প্রদত্ত রায় বা আদেশ পুনর্বিবেচনা করতেও পারে।
Leave a reply
You must login or register to add a new comment .