রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি
বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীই হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। পদাধিকার বলে তিনি কতকগুলি ক্ষমতার অধিকার ভোগ করেন যেমন—
(ক) বিধান সভার অধিবেশন আহ্বান বা স্থগিত করা, রাজ্যের অভ্যন্তরীণ বিষয়ে নীতি নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিল পাশ করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, আইনসভার কাজ পরিচালনা ইত্যাদি কার্য সম্পাদন করে থাকেন।
(খ) রাজ্যমন্ত্রী সভার নেতা বা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী অন্যান্য মন্ত্রীদের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখেন, মন্ত্রীসভার বৈঠক আহ্বান, ক্যাবিনেট মন্ত্রীদের নিয়ন্ত্রণে রাখা ইত্যাদি দায়িত্ব পালন করেন।
(গ) সংখ্যা গরিষ্ঠ দলের নেতা বা নেত্রী হিসেবে মুখ্যমন্ত্রী নিজের দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার দায়িত্বপালন করেন। দলীয় এবং সরকারি নীতির সামঞ্জস্য বিধান, দলীয় শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব পালন করেন।
(ঘ) রাজ্যপালের পরামর্শদাতা হিসেবে মুখ্যমন্ত্রী কাজ করেন মন্ত্রীসভার বিভিন্ন সিদ্ধান্ত সমুহ রাজ্যপালকে অবহিত করা, শাসন সংক্রান্ত বা আইন সংক্রান্ত বিষয় রাজ্যপালের সঙ্গে পরামর্শ করা মুখ্যমন্ত্রীর কাজ হিসেবে বিবেচিত হয়।
এইভাবে মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি নীতি নির্ধারণ, গণমাধ্যমের দ্বারা রাজ্যের সমস্যাবলি সম্পর্কে জনগণকে অবহিত করে তাঁর গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেন।
Leave a reply
You must login or register to add a new comment .