ভারতে নিয়মতান্ত্রিক প্রধান হলেন রাষ্ট্রপতি। তিনি প্রত্যক্ষভাবে ভারতীয় জনগণের দ্বারা নির্বাচিত হন না। সংসদের উভয় সভা এবং বিভিন্ন রাজের বিধানসভার নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এই বিশেষ নির্বাচক মণ্ডলীর দ্বারা এবং পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হন।
যদিও রাষ্ট্রপতির মেয়াদকাল পাঁচ বছর তথাপি সাংবিধানিক নিয়ম ভঙ্গের অপরাধে মেয়াদকাল পূর্ণ হবার আগেই রাষ্ট্রপতিকে অপসারিত করা যায়। অপসারণ করার পদ্ধতিকে ‘ইমপিচ্মেন্ট’ বলা হয়। সংসদের উভয় সভার মোট সদস্যের দুই-তৃতীয়াংশের লিখিত সম্মতি ও অনুমোদন সাপেক্ষে ভারতের রাষ্ট্রপতিকে অপসারিত করা যায়।
Leave a reply
You must login or register to add a new comment .