ভারতের জাতীয় পতাকার বৈশিষ্ট্য
প্রতিটি স্বাধীন দেশ তার নীতি, আদর্শ ও উদ্দেশ্যকে প্রতিপালিত করার জন্য জাতীয় পতাকা গ্রহণ করেছে। ভারতবর্ষেরও তেমনি একটি ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামীরা ভারতের কৃষ্টি ও ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিভিন্ন সময় জাতীয় পতাকার স্বরূপ কল্পনা করেছেন। সুতরাং অনেক পরিকল্পনার পথপরিক্রমায় বর্তমান ভারতীয় জাতীয় পতাকার জন্ম হয়েছে। ১৯৪৭ খ্রিস্টাব্দে ২২ জুলাই গণপরিষদ কর্তৃক জাতীয় পতাকাটি গৃহীত হয়। পতাকাটির দৈর্ঘ্য ও প্রস্থ ৩ এবং ২ অনুপাতে গঠিত।
জাতীয় পতাকার রং ৩টি, ওপরে গৈরিক বা জাফরান, মাঝখানে সাদা, নীচে গাঢ় সবুজ মাঝখানে নীল রংয়ের অশোকের ধর্মচক্র, যাতে ২৪টি দণ্ড আছে। জাতীয় পতাকার প্রত্যেকটি রংয়ের তাৎপর্য আছে। গৈরিক রংয়ের অর্থ ত্যাগ, সাদা রয়ের তাৎপর্য শান্তি, মৈত্রী এবং সবুজ রংয়ের অর্থ ঐশ্বর্য ও তারুণ্য। অশোকের ধর্মচক্রটি হল ন্যায় ও প্রগতির প্রতীক। বিশেষ বিশেষ দিনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকাকে সম্মান ও মর্যাদা দেওয়া প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য।
Leave a reply
You must login or register to add a new comment .