ধর্মনিরপেক্ষতার আদর্শ
ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ‘ধর্ম নিরপেক্ষতা’ কথাটি ১৯৭৬ সালে ৪২তম সংবিধান সংশোধনে গৃহীত হয়। ভারতীয় সংস্কৃতি বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের সংমিশ্রণে গঠিত। বৈচিত্র্যের মধ্যে একতার মিলনতীর্থের ঐতিহ্যকে তুলে ধরতে ধর্মনিরপেক্ষতার আদর্শ গৃহীত হয়। জাতি, ধর্ম, বর্ণ ও সম্প্রদায়কে পিছনে ফেলে এক জাতির আদর্শ—সকলেই ভারতীয় এই আদর্শকে প্রতিষ্ঠিত করার মহান সংকল্প ভারতীয় সংবিধান গ্রহণ করেছে। এখানে বিভিন্ন ধর্মের মানুষকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে।
অন্যদিকে ভারতবর্ষও কোনো একটি বিশেষ ধর্মকে স্বীকৃতি না দিয়ে ধর্মীয় ক্ষেত্রে নিরপেক্ষতার আদর্শকে গ্রহণ করেছে। এর ফলে ধর্মের ক্ষেত্রে প্রতিটি নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠিত ধর্মনিরপেক্ষতার নীতির মধ্যেই ভারতের মহান আদর্শের, মূল্যবোধের ঐতিহ্য নিহিত আছে। তাই ভারতীয় সংবিধান তার এই সুমহান ঐতিহ্যকে আঁকড়ে ধরে আগামী দিনের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে।
Leave a reply
You must login or register to add a new comment .