১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারির গুরুত্ব
ভারতবর্ষ স্বাধীন হয় ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট। কিন্তু ভারতের সংবিধান কার্যকারী হয় ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি। এই দিনটি ভারতে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়ে আসছে। কারণ ১৯৩০ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের সভাপতি পণ্ডিত জহরলাল নেহেরু পূর্ণ স্বাধীনতার দাবি তুলে স্বাধীনতা দিবস বা প্রজাতন্ত্র দিবস পালনের আহ্বান জানান।
ভারতে স্বাধীনতার পূর্বে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হত। সেই জন্য এই পবিত্র দিনটিকে ঐতিহ্যমণ্ডিত ও স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে গণপরিষদ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস রূপে ঘোষণা করে।
প্রজাতন্ত্র কথাটির অর্থ হল রাজা বা রানির পরিবর্তে জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা। জনগণের এই স্বাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার স্বরূপ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়ে থাকে।
Leave a reply
You must login or register to add a new comment .