ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য
সূচনা
ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি সংবিধানকে স্বাতন্ত্র্য দান করেছে। প্রত্যেক দেশের সংবিধানের কতকগুলি বৈশিষ্ট্য থাকে। কিন্তু ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য পৃথিবীর যে-কোনো দেশের সংবিধান থেকে সম্পূর্ণ পৃথক ও মৌলিকত্বে সমৃদ্ধ।
বৃহৎ ও জটিল সংবিধান
বিশ্বের সর্ববৃহৎ সংবিধান হল ভারতের সংবিধান, সংবিধানে মোট 395টি ধারা এবং অনেক উপধারা আছে। এছাড়াও কেন্দ্র-রাজ্য শাসন বিচার ও পারস্পরিক সম্পর্ক মৌলিক অধিকার ইত্যাদি নানা বিষয় যুক্ত হওয়ার ফলে সংবিধানের কলেবর যেমন বেড়েছে তেমনি জটিলতাও বেড়েছে।
যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য
ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন করা হয়েছে। কেন্দ্র ও রাজ্যের ক্ষমতাগুলিকে তিনটি তালিকায় বিভক্ত করা হয়েছে। কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকা।
লিখিত সংবিধান
ভারতের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। ব্রিটেনের মতো অলিখিত নয়। তবে কিছু কিছু ক্ষেত্রে ব্রিটেনের সংবিধানের মতো কিছু প্রথা, রীতিনীতি ভারতীয় সংবিধানেও লক্ষ করা যায়। যেমন—প্রথা অনুযায়ী লোক সভায় সরকার পক্ষের পরাজয় ঘটলে মন্ত্রীসভাকে পদত্যাগ করতে হয়।
সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয় সংবিধান
ভারতীয় সংবিধান একাধারে যেমন সুপরিবর্তনীয় তেমনি অন্যধারে দুষ্পরিবর্তনীয়। যেমন—নতুন রাজ্যের সৃষ্টি, রাজের সীমানা নির্ধারণ ইত্যাদি বিষয়ে পার্লামেন্টে সাধারণ সংখ্যাগরিষ্ঠের সমর্থন থাকলেই হবে।
কিন্তু মৌলিক অধিকার, রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি প্রভৃতি বিষয়ের পরিবর্তনের জন্য পার্লামেন্টের উভয় কক্ষের মোট সদস্যের অধিকাংশ এবং ভোটদানকারী সদস্যের দুই তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। তাই কিছু ক্ষেত্রে সংবিধান সহজেই যেমন পরিবর্তন করা যায় অন্য দিকে কিছু ক্ষেত্
Leave a reply
You must login or register to add a new comment .