শীতকালীন মৌসুমি বায়ু
শীতকালে স্থলভাগ ও সমুদ্রের মধ্যে উষ্ণতার পার্থক্যজনিত বায়ুচাপের পার্থক্যে শীতকালীন মৌসুমি বায়ুর সৃষ্টি হয়। শীতকালে সূর্য মকরক্রান্তির কাছাকাছি কিরণ দেওয়ায় জলভাগ স্থলভাগের থেকে বেশি উত্তপ্ত থাকার ফলে সমুদ্রের ওপর নিম্নচাপের সৃষ্টি হয়। তখন এশিয়ার স্থলভাগ থেকে উচ্চচাপের শীতলবায়ু সমুদ্রের দিকে প্রবাহিত হয়। একে শীতের মৌসুমি বায়ু বলে। জাপান, উত্তর চিন প্রভৃতি দেশের ওপর দিয়ে উত্তর থেকে প্রশান্ত মহাসাগরের দিকে এই মৌসুমি বায়ু প্রবাহিত হয়।
শীতের মৌসুমী বায়ু আরও দক্ষিণে এগিয়ে গিয়ে নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুসারে বাঁ-দিকে বেঁকে গিয়ে উত্তর-পশ্চিম মৌসুমি বায়ুরূপে অস্ট্রেলিয়ার দিকে প্রবাহিত হয়।
শীতের মৌসুমি বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে এই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকায়, সাধারণত এই বায়ুপ্রবাহের ফলে বৃষ্টিপাত হয় না। তবে এই বায়ুপ্রবাহ বঙ্গোপসাগরের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় প্রচুর জলীয় বাষ্প নিয়ে যায়। ফলে তখন এই বায়ুপ্রবাহের প্রভাবে তামিলনাড়ু, শ্রীলঙ্কা প্রভৃতি স্থানে শীতকালে বৃষ্টিপাত হয়।
Leave a reply
You must login or register to add a new comment .