পুনা চুক্তির গুরুত্ব
ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করে ভারতে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ রোপণ করলে, গান্ধিজিসহ অন্যান্য নেতা সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার চেষ্টায় ব্রতী হন। অনুন্নত সম্প্রদায়ের নেতা ড. আম্বেদকর গোল টেবিল বৈঠকে অনুন্নত স্বার্থ সংরক্ষণের চেষ্টা চালান এবং গান্ধিজির চেষ্টায় তা ফলপ্রসু হয়। ১৯৩২ খ্রিস্টাব্দে তাদের মধ্যে যে চুক্তি হয় তা ‘পুনা চুক্তি’ নামে পরিচিত।
এই চুক্তিতে ঠিক হয় যে, অনুন্নত সম্প্রদায়ের জন্য কোনো পৃথক নির্বাচনের ব্যবস্থা থাকবে না। হিন্দু-মুসলিম যৌথ নির্বাচনে অনুন্নত সম্প্রদায়ের আসন সংখ্যাকে দ্বিগুণ করা হয়। এভাবে গান্ধিজির প্রচেষ্টায় ভারতীয় রাজনীতিতে ভেদনীতির অপমৃত্যু ঘটে। পুনা চুক্তি হিন্দুদের ঐক্যকে বজায় রাখে।
Leave a reply
You must login or register to add a new comment .