রাইটার্স বিল্ডিং অভিযান অথবা অলিন্দ যুদ্ধ
তিন তরুণ বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্তের রাইটার্স বিল্ডিং অভিযান একটি দুঃসাহসিক বিপ্লবী কর্মকাণ্ড। বিনয় বসু ইনস্পেক্টর জেনারেল লোম্যান ও ঢাকার পুলিশ সুপারিনটেনডেন্ট হডসনকে গুলি করেন। এতে লোম্যান মারা যান। এর পর ১৯৩০ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর বিনয়-বাদল-দীনেশ তিন বন্ধু রাইটার্স বিল্ডিং অভিযানের পরিকল্পনা করেন। তাঁরা ইউরোপীয়দের পোশাক পরে রাইটার্স বিল্ডিং-এ প্রবেশ করে সিম্পসনকে গুলি করে হত্যা করেন। পুলিশ বাহিনী তাঁদের ঘিরে ফেললে যুদ্ধ শুরু হয়।
কয়েক ঘণ্টা যুদ্ধ চলার পর নিরুপায় হয়ে বাদল বিষ খেয়ে আত্মহত্যা করেন, বিনয় বসু নিজের গুলিতে আহত হয়ে হাসপাতালে মৃত্যুবরণ করেন। দীনেশ গুপ্তের ফাঁসি হয়। বিপ্লবী আন্দোলনের ইতিহাসে বিনয়, বাদল, দীনেশের বীরোচিত আত্মবলিদান বাঙলার বিপ্লবী যুবসমাজকে নতুন পথ দেখায়।
Leave a reply
You must login or register to add a new comment .