চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন
চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন বাংলার বিপ্লবী আন্দোলনের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। এই সময়ে ভারতের বিভিন্ন প্রান্তে বিপ্লবী সংগঠন গড়ে ওঠে। তাদের মধ্যে চট্টগ্রামের ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। এই দলের নেতা ছিলেন সূর্য সেন, যিনি মাস্টারদা নামে পরিচিত ছিলেন। গণেশ ঘোষ, অনন্ত সিং, অম্বিকা চক্রবর্তী, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত প্রমুখ বিপ্লবী ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ এপ্রিল চট্টগ্রামে পুলিশের অস্ত্রাগার লুণ্ঠন করেন। ব্রিটিশ সরকারের বিশাল বাহিনীর সঙ্গে বিপ্লবীদের জালালাবাদ পাহাড়ে তুমুল যুদ্ধ হয়। বিপ্লবীদের অনেকে মৃত্যুবরণ করেন। সূর্য সেন ধরা পড়েন। বিচারে তাঁর ফাঁসি হয়। জালালাবাদের এই যুদ্ধ ব্রিটিশ শক্তিকে বুঝিয়ে দিয়েছিল বিপ্লবী আন্দোলনের শক্তি কত মজবুত! জালালাবাদের পাহাড়ে বিপ্লবীদের এই দুঃসাহসিক যুদ্ধ আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে।
Leave a reply
You must login or register to add a new comment .