Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে কয়েকটি শর্ট প্রশ্ন ও উত্তর।

ভারতের স্বাধীনতা সংগ্রাম

১। ১৯৩৯ খ্রিস্টাব্দে কংগ্রেসের সভাপতি পদের নির্বাচনে গান্ধীজির মনোনীত প্রার্থী কে ছিলেন?

উত্তর : পট্টভি সীতারামাইয়া ছিলেন গান্ধীজির মনোনীত প্রার্থী।


২। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন?

উত্তর : সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন।


৩। সূর্য সেন কী নামে পরিচিত ছিলেন?

উত্তর : সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন।


৪। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ বিপ্লবী দল কার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়?

উত্তর : মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে ‘ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি’ নামে একটি বিপ্লবী দল প্রতিষ্ঠিত হয়।


৫। কত খ্রিস্টাব্দে ক্রিপস্ মিশন ভারতে আসে?

উত্তরঃ ১৯৪২ খ্রিস্টাব্দে ক্রিপস্ মিশন ভারতে আসে।


৬। নৌ-বিদ্রোহের সূচনা হয় কোন্ জাহাজে?

উত্তর : তলোয়ার নামক জাহাজে নৌবিদ্রোহের সূচনা হয়।


৭। মুসলিম লিগ কবে প্রতিষ্ঠা হয়?

উত্তরঃ ১৯০৬ খ্রিস্টাব্দে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়।


৮। দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে ছিলেন?

উত্তরঃ স্যার সৈয়দ আহম্মদ খান দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক ছিলেন।


৯। ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?

উত্তর : লর্ড মাউন্টব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন।


১০। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক কে ছিলেন?

উত্তরঃ মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক ছিলেন।


১১। কংগ্রেসের ভারত ছাড়ো প্রস্তাব কবে গৃহীত হয়?

উত্তরঃ ১৯৪২ খ্রিস্টাব্দে কংগ্রেসের ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়।


১২। শের-ই বঙ্গাল নামে কে পরিচিত ছিলেন?

উত্তর : ফজলুল হক ‘শের-ই-বঙ্গাল’ নামে পরিচিত ছিলেন।


১৩। আজাদ হিন্দ ফৌজ কোথায় গঠিত হয়?

উত্তর : সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়।


১৪। ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : জহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।


১৫। নৌবিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়?

উত্তর : ১৯৪৬ খ্রিস্টাব্দে নৌবিদ্রোহ হয়।


১৬। ভারতের স্বাধীনতা আইন কবে পাস হয়?

উত্তরঃ ১৯৪৭ সালের ১৮ জুলাই স্বাধীনতা আইন পাস হয়।


১৭। ভারত কবে স্বাধীনতা লাভ করে?

উত্তরঃ ১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে।


১৮। আজাদ হিন্দ ফৌজের সেনাদের কোথায় বিচার হয়?

উত্তর ঃ দিল্লির লালকেল্লায় আজাদ হিন্দ ফৌজের সেনাদের বিচার হয়।


১৯। চোদ্দ দফা দাবির প্রবক্তা কে ছিলেন?

উত্তর : মহম্মদ আলি জিন্না চৌদ্দ দফা দাবির প্রবক্তা ছিলেন।


২০। দিল্লি চলো ডাক কে দিয়েছিলেন?

উত্তর : সুভাষচন্দ্র বসু দিল্লি চলো ডাক দিয়েছিলেন।


২১। রাইটার্স বিল্ডিং অভিযানের সঙ্গে কোন্ কোন্ বিপ্লবী যুক্ত ছিলেন?

উত্তর : বিনয় বসু, বাদল গুপ্ত ও দীনেশ গুপ্ত রাইটার্স বিল্ডিং অভিযানের সঙ্গে যুক্ত ছিলেন। এই তিন বিপ্লবী ভারতের স্বাধীনতার জন্য নিবেদিত প্রাণ ছিলেন।


২২। কার নেতৃত্বে, কবে মেদিনীপুরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়?

উত্তর : সতীশ সামন্তর নেতৃত্বে ১৯৪২ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়।


২৩। উত্তর-পশ্চিম ভারতে কে আইন অমান্য আন্দোলন গড়ে তোলেন? তিনি কী নামে পরিচিত ছিলেন?

উত্তরঃ খান আবদুল গফ্ফর খান উত্তর-পশ্চিম ভারতে আইন অমান্য গড়ে তোলেন। তিনি সীমান্ত গান্ধি নামে পরিচিত ছিলেন।


২৪। মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন?

উত্তর : স্ট্যাফোর্ড ক্রিপস্, প্যাথিক লরেন্স, এ.ভি. আলেকজান্ডার ছিলেন মন্ত্রী মিশনের সদস্য। স্ট্যাফোর্ড ক্রিপস্ ছিলেন এই মিশনের প্রধান।


২৫। ‘বেঙ্গল ভলান্টিয়ার্স’ দল কে, কোথায় গঠন করেন?

উত্তর : হেমচন্দ্র ঘোষ বেঙ্গল ভলান্টিয়ার্স দল গঠন করেন। তিনি ঢাকায় এই দল গঠন করেন।


২৬। সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি কে, কখন ঘোষণা করেন?

উত্তর : ১৯৩২ খ্রিস্টাব্দে ১৬ আগস্ট সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড এটি ঘোষণা করেন।


২৭। জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশন কবে হয়? এবং সভাপতি কে মনোনীত হন?

উত্তর : ১৯৩৮ খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের হরিপুরা অধিবেশন হয়। হরিপুরা কংগ্রেসের সভাপতি মনোনীত হন সুভাষচন্দ্র বসু।


২৮। তেলেঙ্গানা বিদ্রোহ কী?

উত্তর : এটি একটি কৃষক বিদ্রোহ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের তের দেশীয় রাজ্য হায়দরাবাদের তেলেঙ্গানা অঞ্চলে এই সশস্ত্র ও দীর্ঘস্থায়ী বিদ্রোহ শুরু হয়। এজন্য এই বিদ্রোহ তেলেঙ্গানা বিদ্রোহ নামে পরিচিত।


২৯। ভারত ও পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কারা ছিলেন?

উত্তর : ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মহম্মদ আলি জিন্না।


৩০। পথ প্রস্তাব কী?

উত্তর : জাতীয় কংগ্রেসের নেতা গোবিন্দ বল্লভ পন্থ প্রস্তাব রেখেছিলেন যে, ত্রিপুরী অধিবেশনে সুভাষ বসুকে বাদ দিয়ে গান্ধিজির মত অনুযায়ী কংগ্রেস সভাপতি পদে পুননির্বাচন হোক। এটি পথ প্রস্তাব নামে পরিচিত।


৩১। পাকিস্তান দাবির প্রস্তাব কখন কোথায় উত্থাপিত হয়?

উত্তরঃ ১৯৪০ খ্রিস্টাব্দের মার্চ মাসে পাকিস্তান দাবির প্রস্তাব উত্থাপিত হয়। এই দাবি উত্থাপিত হয় মুসলিম লিগের লাহোর অধিবেশনে।


৩২। মীরাট ষড়যন্ত্র মামলায় কারা অভিযুক্ত হয়েছিলেন?

উত্তর : মুজাফ্ফর আহমেদ, এস. এ. ভাঙ্গে, পি.সি. যোশি প্রমুখ মীরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়েছিলেন।

Leave a reply