উচ্চতা কীভাবে বায়ুর তাপ নিয়ন্ত্রণ করে
উচ্চতা বায়ুমণ্ডলের তাপের একটি প্রধান নিয়ন্ত্রক। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা হ্রাস পায়। সাধারণত বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে প্রতি ১ কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে ৬.৪° সেলসিয়াস হারে উষ্ণতা কমে যায়। একে “উষ্ণতা হ্রাসের স্বাভাবিক গড়” বলে। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের এই রকম উষ্ণতার হ্রাস কয়েকটি কারণে ঘটে যেমন :
(১) সূর্যকিরণ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসে, কিন্তু বায়ুর সূর্যকিরণের উত্তাপ সোজাসুজি গ্রহণ করার ক্ষমতা নেই। সূর্যের তাপ ভূ-পৃষ্ঠে পড়ে ভূ-পৃষ্ঠকে প্রথমে উত্তপ্ত করে, পরে সেই উত্তপ্ত ভূ-পৃষ্ঠ তাপ বিকিরণ করলে বায়ুমণ্ডলের সবচেয়ে নীচের স্তর সেই বিকীর্ণ তাপ সবচেয়ে বেশি পরিমাণ লাভ করে। এজন্য ঠিক ভূ-পৃষ্ঠ সংলগ্ন নীচু বায়ুস্তরের ওপরের স্তরের বায়ু ক্রমশই কম উষ্ণতা লাভ করে। ফলে ওপরের বায়ুস্তরে উষ্ণতা কম হয়।
(২) ওপরের বায়ুস্তর অপেক্ষাকৃত হালকা বলে, ওপরে স্তরের বায়ু তাড়াতাড়ি তাপ বিকিরণ করে শীতল হয়।
(৩) ওপরের বায়ুস্তরে ধূলিকণা কম থাকায়, ওপরের বায়ুস্তরের তাপ গ্রহণ করার শক্তি কম হয়।
(৪) ভূ-পৃষ্ঠের উত্তপ্ত বাতাস হালকা হয়ে ওপরে উঠে যায় এবং সেখানে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় তা শীতল হয়ে পড়ে।
Leave a reply
You must login or register to add a new comment .