হিটলারের বৈদেশিক নীতির লক্ষ
হিটলার যেহেতু একনায়কতন্ত্রে বিশ্বাসী ছিলেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রেও এই নীতি প্রযুক্ত করেছিলেন। এক্ষেত্রে তিনি আপস মীমাংসার পরিবর্তে শক্তি প্রয়োগ করা হিটলারের প্রধান লক্ষ ছিল। বিভিন্ন দেশের সঙ্গে সন্ধিপত্র বাতিল করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধের বাতাবরণ সৃষ্টি করাই ছিল হিটলারের পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য। হিটলার বলতেন, “Mankind has grown great in internal war; It will decay in internal peace.” হিটলারের নাতসিবাদের মূল কথাই ছিল বিদ্রোহ, হত্যা ও পররাজ্য গ্লাস। তিনি মনে করতেন সমগ্র বিশ্বের মধ্যে শ্বেতকায় জাতিই হল শ্রেষ্ঠ এবং জার্মানরা হল আর্য বংশোদ্ভূত। অতএব জার্মান জাতি সমগ্র বিশ্বে প্রভুত্ব কায়েম করার অধিকারী। তাই হিটলারের কাছে স্বাধীনতার কোনো মূল্য ছিল না।
Leave a reply
You must login or register to add a new comment .