নাতসিকরণ নীতি
জনসাধারণের কাছে হিটলার নাতসি দলের কর্মসূচি তুলে ধরে দলের জনপ্রিয়তা বৃদ্ধির চেষ্টা করে। জার্মানির যুবসম্প্রদায়, বণিক, ব্যবসায়ী, শিল্পপতি নাতসি দলে যোগ দেয়। করভারে জর্জরিত প্রজারাও এই দলে যোগ দেয়। নাতসি দলের সভাসমিতি রক্ষা করা ও অন্য দলের সভাসমিতি ভাঙার জন্য হিটলার একটি ঝটিকা বাহিনী গঠন করেন।
হিটলার ও নাতসি দলের কর্মসূচিতে জনগণ তাদের মুক্তির খোঁজ পায়। ১৯২৮ খ্রিস্টাব্দে নির্বাচনে নাতসি দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। হিটলার রাজনীতির সঙ্গে ধর্মের সংমিশ্রণ ঘটিয়ে জনসমর্থন আদায় করেছিলেন। হিটলার তাঁর কর্মদক্ষতা, সাংগঠনিক প্রতিভা ও পশ্চিমি রাষ্ট্রের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তৃতার দ্বারা জার্মানবাসীর মন জয় করেছিলেন। মহান উদ্দেশ্য সাধনের জন্য নাতসি দল। জার্মান জাতিকে অ-জার্মান প্রভাব থেকে মুক্ত রেখে জার্মান জাতির বিশুদ্ধতা রক্ষার কাজ করেছিল।
Leave a reply
You must login or register to add a new comment .