নাতসি দলের গঠন প্রণালী
নাতসি দলের সর্বাধিনায়ক ছিলেন হিটলার। নাতসি সদস্যরা তাকে ফ্যুয়েরার বলে সম্মান দিত। নাতসি দলের বিভিন্ন শাখা ছিল। যেমন – (i) ঝটিকা বাহিনী বা স্টর্ম ট্রুপাস। বেকার যুবকদের নিয়ে গঠিত আধাসামরিক বাহিনী। (ii) এই বাহিনীর ওপরেরস্তরে ছিল এলিট গার্ড —এরা নেতাদের জীবনরক্ষার দায়িত্ব পালন করত। এরা কালো পোষাক পরত বলে এদের ‘ব্ল্যাক শার্ট’ বলা হত। (iii) যুব গোষ্ঠী, নারীবাহিনী, গণ আদালত, গেস্টাপো বা গুপ্ত পুলিশ বাহিনী। নাতসি দলে নেতার কথাই শেষ কথা। তাদের পতাকা ছিল রক্তবর্ণ রঞ্জিত এবং মাঝে সাদার ওপর কালো স্বস্তিকা চিহ্ন। নাতসিরা তাদের আদর্শ, মতবাদ পত্র-পত্রিকায় প্রচার করত।
Leave a reply
You must login or register to add a new comment .