দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া
স্পেনের প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সাম্যবাদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এই আশঙ্কায় জেনারেল ফ্রাঙ্কো রাশিয়ার প্রভাব থেকে দেশকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদী বিদ্রোহের সূচনা করেন। এতে হিটলার ও মুসোলিনী ফ্রাঙ্কোর পক্ষ নেন। ব্রিটেন ও ফ্রান্স নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে নিরপেক্ষ থাকে, জার্মান ও ইটালি স্পেনে ধ্বংসলীলা চালিয়ে যায়।
রুশ-জার্মান কমিন্টার্ন-বিরোধী চুক্তি, রাশিয়ার বিরুদ্ধে রোম, বার্লিন-টোকিও জোট গড়ে উঠলে বিশ্বরাজনীতিতে রূপান্তর ঘটে। মুসোলিনী ও হিটলারের আবিসিনিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে অভিযান এবং হিটলারের অস্ট্রিয়া ও চেকোশ্লোভাকিয়ার বিরুদ্ধে অভিযান আন্তর্জাতিক ক্ষেত্রে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে। এইভাবে স্পেনের গৃহযুদ্ধ আগামী দিনে একটি বৃহত্তর সংগ্রামের ক্ষেত্র রচনা করে। সেইজন্য বলা হয় – “The Spanish Civil War was in effect a dress rehearsal of a greater drama soon to be played on an ampler stage.”
Leave a reply
You must login or register to add a new comment .