Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কেন?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া

স্পেনের প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে সাম্যবাদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে এই আশঙ্কায় জেনারেল ফ্রাঙ্কো রাশিয়ার প্রভাব থেকে দেশকে মুক্ত রাখার জন্য জাতীয়তাবাদী বিদ্রোহের সূচনা করেন। এতে হিটলার ও মুসোলিনী ফ্রাঙ্কোর পক্ষ নেন। ব্রিটেন ও ফ্রান্স নিজেদের অন্তর্দ্বন্দ্বের কারণে নিরপেক্ষ থাকে, জার্মান ও ইটালি স্পেনে ধ্বংসলীলা চালিয়ে যায়।

রুশ-জার্মান কমিন্টার্ন-বিরোধী চুক্তি, রাশিয়ার বিরুদ্ধে রোম, বার্লিন-টোকিও জোট গড়ে উঠলে বিশ্বরাজনীতিতে রূপান্তর ঘটে। মুসোলিনী ও হিটলারের আবিসিনিয়া ও অস্ট্রিয়ার বিরুদ্ধে অভিযান এবং হিটলারের অস্ট্রিয়া ও চেকোশ্লোভাকিয়ার বিরুদ্ধে অভিযান আন্তর্জাতিক ক্ষেত্রে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করে। এইভাবে স্পেনের গৃহযুদ্ধ আগামী দিনে একটি বৃহত্তর সংগ্রামের ক্ষেত্র রচনা করে। সেইজন্য বলা হয় – “The Spanish Civil War was in effect a dress rehearsal of a greater drama soon to be played on an ampler stage.”

Leave a reply