স্পেনের প্রজাতান্ত্রিক সরকার যাজক, রাজতন্ত্রী ও অভিজাতদের সন্তুষ্ট করতে পারেনি। ফলে মধ্য ও উত্তর স্পেন, ক্যাটালোনিয়া প্রভৃতি অঞ্চলে বিদ্রোহ চলতে থাকে। প্রজাতন্ত্রী সরকার দ্রুত সংস্কারসাধনে ব্যর্থ হয়। সাধারণ মানুষ বিদ্রোহী হয়ে ওঠে। দক্ষিণপন্থী ও বামপন্থী দলের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ হিংসাত্মক হয়ে ওঠে এবং স্পেনে অন্তর্বিপ্লবের পটভূমি তৈরি হয়।
জেনারেল ফ্রাঙ্কো মরক্কো দখল করলে সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের আগুন জ্বলে স্পেনের গৃহযুদ্ধ হিটলারের সামনে এক অপূর্ব সুযোগ এনে দেয়। স্পেনের এই যুদ্ধ একদিকে যেমন ফ্যাসিবাদীদের সংহত ও শক্তি বৃদ্ধি করে, অন্যদিকে তেমনি ব্রিটেন ও ফ্রান্সের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে দুর্বল করে দেয়, সম্পর্কে গণতান্ত্রিক দেশগুলির ভীতিকে প্রকট করে তোলে, অন্যদিকে তেমনি ফ্যাসিবাদকে শক্তিশালী করে।
Leave a reply
You must login or register to add a new comment .