ফ্যাসিবাদী একনায়কতন্ত্র
মুসোলিনী ইটালিতে সাম্যবাদ বিরোধী এবং প্রাচীন ইটালির ঐতিহ্য পুনরুদ্ধারের জন্য একটি দল গঠন করেন যা ফ্যাসিবাদী একনায়কতন্ত্র নামে পরিচিত। এর কর্মসূচির মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক উদ্দেশ্য থাকলেও এই দল এক উগ্র জাতীয়বাদী দল হিসেবে পরিচিত ছিল। ফ্যাসিবাদী আন্দোলনকে মুসোলিনী পার্টিবিহীন একটি জাতীয় আন্দোলন বলেছেন। দেশের বৈষয়িক ও নৈতিক শক্তির মধ্যে সমন্বয় সাধন করাই ছিল ফ্যাসিবাদের প্রধান লক্ষ্য। দেশের এক নৈরাশ্যজনক পরিস্থিতিতে এই দলের প্রতিষ্ঠা হয়।
প্রথম বিশ্বযুদ্ধে বিধ্বস্ত অর্থনৈতিক সংকট, রাজনৈতিক দলগুলোর মধ্যে গোলযোগ, বিভিন্নস্থানে বিক্ষোভ, আন্দোলনে ইটালির জাতীয় জীবন যখন এলোমেলো হয়ে পড়েছে তখন বেনিটো মুসোলিনী রাষ্ট্রের সব ক্ষমতা দখল করে একটি জাতীয়তাবাদী ও জঙ্গিবাদী দলের জন্ম দেন যা ফ্যাসিবাদী একনায়কতন্ত্র নামে পরিচিত।
Leave a reply
You must login or register to add a new comment .