দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি
১। ফ্যাসিস্ট দল কে গঠন করেন?
উত্তর : ইটালির নেতা বেনিটো মুসোলিনী ফ্যাসিস্ট দল গঠন করেন।
২। হিটলারের আত্মজীবনীমূলক রচনার নাম কী?
উত্তর : হিটলারের আত্মজীবনী মূলক রচনার নাম মেই ক্যাম্প (আমার সংগ্রাম)।
৩। হিটলার প্রথমে কোন্ দলে যোগ দিয়েছিলেন?
উত্তর : হিটলার প্রথমে জার্মান ওয়ার্কাস পার্টি বা জার্মান শ্রমিক দলে যোগ দিয়েছিলেন।
৪। জার্মানির সংসদ ভবনের নাম কী ছিল?
উত্তর : জার্মানির সংসদ ভবনের নাম ছিল রাইখস্ট্যাগ বা জার্মান সংসদ।
৫। কোন দল ‘নাতসি দল’ নামে পরিচিত ছিল?
উত্তর : ন্যাশনাল স্যোসালিস্ট দল ‘নাতসি দল’ নামে পরিচিত ছিল।
৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট।
৮। জার্মানি মিত্রশক্তির কাছে কত খ্রিস্টাব্দে আত্মসমর্পণ করে?
উত্তর : ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ মে জার্মান মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
৯। জাপান করে আত্মসমর্পণ করে?
উত্তর : ১৯৪৫ খ্রিস্টাব্দের ২ সেপ্টেম্বর জাপান আত্মসমর্পণ করে।
১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ খ্রিস্টাব্দে ১ সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
১১। ইটালির প্রধানমন্ত্রী পদে মুসোলিনী কবে যোগ দেন?
উত্তর : ১৯২২ খ্রিস্টাব্দের ৩০ অক্টোবর ইটালির প্রধান মন্ত্রীর পদে মুসোলিনী যোগ দেন।
১২। জার্মানি কখন জাতিসংঘ ত্যাগ করে?
উত্তর : ১৯৩৩ খ্রিস্টাব্দের ১৪ অক্টোবর জার্মানি জাতিসংঘ ত্যাগ করে।
১৩। নিরস্ত্রীকরণ সম্মেলন কবে হয়েছিল?
উত্তর : ১৯৩৩ খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল।
১৪। ইটালি কখন ইথিওপিয়া আক্রমণ করে?
উত্তর : ১৯৩৫ খ্রিস্টাব্দে ইটালি ইথিওপিয়া আক্রমণ করে।
১৫। জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে?
উত্তর : ১৯৩১ খ্রিস্টাব্দে জাপান মাঞ্জুরিয়া আক্রমন করে।
২৬। মিউনিখ চুক্তিকে কে ‘সম্মানজনক শান্তি’ (Peace with honour) বলেছিলেন?
উত্তর ঃ বৃটিশ প্রধানমন্ত্রী চেম্বারলেন মিউনিখ চুক্তিকে কে ‘সম্মানজনক শাস্তি’ বলেছিলেন ।
১৭। সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর ঃ ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪ অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়।
১৮। কোন্ সম্মেলনে সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়?
উত্তর : সানফ্রান্সিসকো সম্মেলনে জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়।
১৯। আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত?
উত্তর : ইউরোপের নেদারল্যান্ডস্-এর হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত।
২০। রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩ আগস্ট রুশ-জার্মান অনাক্রমণ-চুক্তি স্বাক্ষরিত হয়।
২১। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কবে কখন কোথায় পরমাণু বোমা নিক্ষেপ করা হয়?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ খ্রিস্টাব্দের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোসিমা ও নাগাসাকি শহরে পরামাণু বোমা নিক্ষেপ করে।
২২। হিটলার ‘আয়রন ক্রস’ উপাধি লাভ করেন কেন?
উত্তর : প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাদলে বীরত্বের পুরস্কারস্বরূপ ‘আয়রন ব্রুস’ উপাধি পান।
২৩। স্টর্ম ট্রুপাস কাদের বলা হত?
উত্তর : জার্মানিতে হিটলার বেকার যুবকদের নিয়ে একটি আধাসামরিক ঝটিকা বাহিনী গঠন করেন। এদের স্টর্ম ট্রুপাস বলা হত।
২৪। ফ্যাসিস্ট কাদের বলা হত?
উত্তর : ইটালির রাষ্ট্রনায়ক মুসোলিনী কর্মচ্যুত সৈনিক ও দেশপ্রেমিকদের সংগঠিত করে একটি দল গঠন করেন। এদের ফ্যাসিস্ট বলা হত।
২৫। ফ্যাসিস্ট বাহিনী কবে গঠিত হয়? এরা কী নামে পরিচিত ছিল?
উত্তর : ১৯১৯ খ্রিস্টাব্দের ২৩ মার্চ। কালো রংয়ের পোশাক পরত বলে এরা ব্ল্যাক শার্ট (Black Shirt) নামে পরিচিত ছিল।
২৬। কমিন্টার্ন-বিরোধী চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : জার্মানি ও জাপান ১৯৩৬ খ্রিস্টাব্দের ২৫ নভেম্বর কমিন্টার্ন-বিরোধী চুক্তি স্বাক্ষর করে।
২৭। স্পেনে কবে, কার নেতৃত্বে বিদ্রোহ হয়?
উত্তর : জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বের ১৯৩৬ খ্রিস্টাব্দের জুলাই মাসে স্পেনে বিদ্রোহ হয়।
২৮। মিউনিখ চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর : ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৭ সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয়।
২৯। তোষণ নীতি কী?
উত্তর : সাম্যবাদকে বিপজ্জনক ভেবে জার্মানি যখন রাশিয়া আক্রমণ করে তখন ইউরোপে শান্তি অক্ষুণ্ণ রাখার জন্য ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে একটি নীতি গৃহীত হয়। একে তোষণ নীতি বলা হয়।
৩০। জার্মানিতে সামরিক প্রজাতান্ত্রিক সরকার কীভাবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : জার্মানিতে গণবিদ্রোহ শুরু হলে জার্মানির বিশিষ্ট সমাজতান্ত্রিক নেতা ফ্রেডারিক ইবার্টের নেতৃত্বে সামরিক প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
৩১। ভাইমার প্রজাতন্ত্র কী?
উত্তর : জার্মানির রাজধানী বার্লিনে বিভিন্ন গোলযোগের জন্য জার্মানির ভাইমার শহরে প্রজাতান্ত্রিক সরকারের কর্মকেন্দ্র প্রতিষ্ঠিত হয়, সেজন্য এই প্রজাতন্ত্র ভাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত।
৩২। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিবদমান দুটি পক্ষে কোন্ কোন্ দেশ ছিল?
উত্তর : একদিকে ছিল জার্মানি ও ইটালি এবং অন্যদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এবং সোভিয়েত রাশিয়া।
Leave a reply
You must login or register to add a new comment .