ভূমিকম্পের কেন্দ্র
ভূগর্ভের অভ্যন্তরে যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় সেই স্থানকে ভূমিকম্প কেন্দ্র বলে। ভূমিকম্পের কেন্দ্র ঠিক জ্যামিতিক কেন্দ্র বা কোনো বিন্দু নয়। ভূমিকম্পের কেন্দ্র ভূত্বকের নানা গভীরতায় হতে পারে। সাধারণত ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে নীচে ১৬ কিলোমিটারের মধ্যে অবস্থান করে। তবে স্থান বিশেষে এই গভীরতা ৩৫-৫০ কিলোমিটারও হতে পারে। সাধারণত ভূত্বকের পাললিক শিলা স্তরের নীচে গ্রানাইট ও ব্যাসল্ট শিলা স্তরে ভূমিকম্প ঘটে। ভূমিকম্পের কেন্দ্র থেকে তরঙ্গের মতো চারদিকে ভূকম্পন ছড়িয়ে পড়ে এবং কঠিন ভূত্বককে আঘাত করে। এই কম্পন মৃদু হলে অনেক সময় তা বোঝা যায় না। কিন্তু ভূকম্পন প্রবল হলে তা ভূপৃষ্ঠে বিরাট ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়।
ভূমিকম্পের উপকেন্দ্র
ভূ-অভ্যন্তরে অবস্থিত ভূকম্পন কেন্দ্রের ঠিক সোজাসুজি ওপরে ভূপৃষ্ঠে অবস্থিত স্থানকে ভূমিকম্পের উপকেন্দ্র বলা হয়। ভূকম্পের কেন্দ্র থেকে উঠে আসা ভূকম্পনের বেগ উপকেন্দ্র থেকে চারদিকে কমতে থাকলেও উপকেন্দ্রের তুলনায় তার কাছাকাছি স্থানে ভূ পৃষ্ঠের বেশি পরিবর্তন হয়— স্বাভাবিক ভাবেই উপকেন্দ্রের নিকটবর্তী স্থানে ভূমিকম্পজনিত ক্ষতিও হয় সবচেয়ে বেশি।
Frequently Asked Questions
ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূ-অভ্যন্তরে কত কিলোমিটার গভীরতার মধ্যে অবস্থান করে?
ভূমিকম্পের কেন্দ্র সাধারণত ভূমিকম্পের ভূপৃষ্ঠ থেকে ভূঅভ্যন্তরে ১৬ কিলোমি গভীরতার মধ্যে অবস্থান করে।
Leave a reply
You must login or register to add a new comment .