দ্বিতীয় গোল টেবিল বৈঠকের ফল
১৯৩১ খ্রিস্টাব্দের মার্চ মাসে জাতীয় কংগ্রেসের করাচি অধিবেশনে গান্ধি-আরউইন চুক্তি স্বীকৃত হলে গান্ধিজিকে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেওয়ার জন্য আহ্বান জানানো হয়। গান্ধিজিও দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেন।
দ্বিতীয় গোল টেবিল বৈঠকে স্বায়ত্তশাসন সম্পর্কিত বিষয়টির কোনো সমাধান হয়নি। বরং এখানে মুসলিম লিগ দাবি করে যে, জাতীয় কংগ্রেস জিন্নার চৌদ্দ দফা দাবি মেনে নিলে তবেই লিগ কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসবে। এইভাবে বিভিন্ন সাম্প্রদায়িক প্রশ্নগুলি খুঁচিয়ে তোলা হয়।
শেষ পর্যন্ত হিন্দু মহাসভার নেতাদের চাপে গান্ধিজি লিগের প্রস্তাব মেনে নেননি। ফলে দ্বিতীয় গোল টেবিল বৈঠক ব্যর্থ হয়। গান্ধিজি ভারাক্রান্ত মনে ব্যর্থতার গ্লানি নিয়ে। স্বদেশে ফিরে আসেন। এরপর গান্ধিজি দ্বিতীয় পর্যায়ে আইন অমান্য আন্দোলন শুরু করেন।
Leave a reply
You must login or register to add a new comment .