সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি
গান্ধি-আরউইন চুক্তি ব্যর্থ হলে দ্বিতীয় পর্যায়ে আইন অমান্য আন্দোলন শুরু হয়। ব্রিটিশ সরকার ভারতীয়দের সম্মিলিত আন্দোলন ভেঙে ফেলার চক্রান্তে লিপ্ত হয়। এই উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামজে ম্যাকডোনাল্ড ১৯৩২ খ্রিস্টাব্দের ১৬ আগস্ট তাঁর বিখ্যাত সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। এই ঘোষণায় তিনি পাঞ্জাব ও বাংলা প্রদেশের জন্য দুটি পৃথক নির্বাচকমণ্ডলীর কথা ঘোষণা করেন। হিন্দু, মুসলিম, ভারতীয় খ্রিস্টান, অ্যাংলো-ইন্ডিয়ান প্রভৃতি সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের কথা বলেন।
গান্ধিজি এর প্রতিবাদে পুনায় আমরণ অনশন শুরু করেন। সারা দেশে এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হলে বর্ণহিন্দু ও অনুন্নত সম্প্রদায়ের নেতাদের মধ্যে ‘পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ব্রিটিশ সরকার মেনে নিলে গান্ধিজি অনশন ত্যাগ করেন এবং তাঁকে বিনাশর্তে মুক্তি দেওয়া হয়।
Leave a reply
You must login or register to add a new comment .