গান্ধি-আরউইন চুক্তির উদ্দেশ্য
তৎকালীন বড়োলাট আরউইন আন্দোলনের মাত্রা বুঝে কংগ্রেসের সঙ্গে আলোচনার বসতে রাজি হন। দমনমূলক নীতি প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি, পুলিশি অত্যাচারের নিরপেক্ষ তদন্ত ইত্যাদি কয়েকটি দাবির পক্ষে শর্তসাপেক্ষে গান্ধি ও বড়োলাট আরউইনের মধ্যে ১৯৩১ খ্রিস্টাব্দে ৫ মার্চ একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যা গান্ধি-আরউইন চুক্তি নামে পরিচিত।
অন্যদিকে জাতীয় কংগ্রেসও কতকগুলি শর্ত মেনে নেয়। যেমন আইন অমান্য আন্দোলন প্রত্যাহারের দাবি, গোল টেবিল বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত ইত্যাদি। এই চুক্তি জাতীয় মর্যাদা বৃদ্ধি করলেও সাধারণ মানুষ একে খুশি মনে মেনে নিতে পারেনি। কারণ ভগৎ সিং, শুকদেব ও ‘রাজগুরুর ফাঁসির আদেশ ফিরিয়ে নেওয়ার ব্যাপারে গান্ধিজি কোনো উদ্যোগ নেননি। কিন্তু গান্ধিজি সমস্ত সমালোচনা উপেক্ষা করে দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দেন। সেখান থেকে তিনি শূন্য হাতে ফিরে আসেন। শেষ পর্যন্ত গান্ধি-আরউইন চুক্তি ব্যর্থতায় পর্যবসিত হয়।
Leave a reply
You must login or register to add a new comment .