জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড
১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগের ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক রক্তঝরা দিনের ইতিহাস রচিত হল। অমৃতসরের স্থানীয় নেতা সৈফুদ্দিন ও সত্যপালকে সরকার গ্রেপ্তার করলে জনতা উত্তেজিত হয়ে পড়ে। নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে অসংখ্য মানুষ জালিয়ানওয়ালাবাগে এক সমাবেশে মিলিত হন। এদের অনেকেই বৈশাখী উৎসবে যোগ দিতে আসা গ্রাম্য নারী, শিশু ও বৃদ্ধা।
জেনারেল ও ডায়ারের নির্দেশে পুলিশ এই নিরস্ত্র জনতার ওপর গুলি বর্ষণ করে। চারিদিক উঁচু প্রাচীর দিয়ে ঘেরা থাকায় পালিয়ে প্রাণরক্ষা করারও কোনো উপায় ছিল না। অসংখ্য মানুষের দেহ গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। সরকারি মতে মারা যান ৩৭৯ জন। বেসরকারি মতে আরও এই হত্যাকাণ্ড দেখে সমস্ত পৃথিবী অবাক হয়ে যায়। নির্মমতার ইতিহাসে আর একটা নাম যুক্ত হয় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই ঘটনা ভারতীয়দের মনে সংগ্রামী মনোভাবের জন্ম দেয়।
Leave a reply
You must login or register to add a new comment .