যেসব দেশের দ্রাঘিমার বিস্তার অপেক্ষাকৃত কম, সেসব দেশে একটি প্রমাণকাল হলে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতির মতো পূর্ব-পশ্চিমে অধিক বিস্তৃত বিশালাকায় দেশে একটি প্রমাণ সময় থাকলে পূর্ব ও পশ্চিম প্রান্তের স্থানগুলির স্থানীয় সময়ের সঙ্গে প্রমাণ সময়ের ব্যবধান হয় কয়েক ঘণ্টা।
স্বভাবতই এই রকম অসুবিধা দূর করার জন্য ঐরূপ দেশে একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ, আমেরিকা যুক্তরাষ্ট্রকে চারটি সময় মণ্ডলে ভাগ করা হয়, যেমন : ৭৫° পশ্চিম দ্রাঘিমা, ৯০° পঃ দ্রাঘিমা, ১০৫° পঃ দ্রাঘিমা এবং ১২০° পঃ দ্রাঘিমা।
Leave a reply
You must login or register to add a new comment .