আমরা জানি যে, অক্ষরেখার পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন হয় এবং দ্রাঘিমা রেখার পরিবর্তনে সময়ের পরিবর্তন হয়। নিরক্ষরেখা বরাবর পৃথিবী প্রদক্ষিণ করলে দ্রাঘিমার পরিবর্তনের জন্য একজন পর্যটকের সময়ের পরিবর্তন সম্বন্ধে অভিজ্ঞতা হয়, কারণ :
পৃথিবীর পরিধির কৌণিক মাপ ৩৬০°। পৃথিবী তার নিজের মেরুরেখার ওপর সম্পূর্ণ এক পাক ঘুরতে বা ৩৬০° বৃত্তাকার পথ অতিক্রম করতে সময় নেয় ২৪ ঘন্টা। এই হিসেবে প্রতি ১° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য দাঁড়ায় ৪ মিনিট। আবার, পৃথিবী পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে। তাই পূর্ব দ্রাঘিমায় স্থানীয় সময় কিছুটা এগিয়ে থাকে এবং পশ্চিম দ্রাঘিমার স্থানীয় সময় কিছুটা পিছিয়ে পড়ে। তাই কোনো নির্দিষ্ট স্থান থেকে পূর্বে কিংবা পশ্চিমে দীর্ঘ পথ অতিক্রম করলে দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পরিবর্তন ঘটে। নিরক্ষরেখা বরাবর পৃথিবী প্রদক্ষিণ করলে দ্রাঘিমার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তন ঘটে বলে একজন পর্যটকের সময়ের পরিবর্তন সম্বন্ধে অভিজ্ঞতা হয়।
Leave a reply
You must login or register to add a new comment .