পাঞ্জাবের বিপ্লবী আন্দোলন
ব্রিটিশ সরকারের বল্গাহীন অত্যাচার, শাসন ও শোষণে নিস্পেষিত হয়ে ভারতবাসীর যখন নাভিশ্বাস উঠছিল তখন পাঞ্জাবে বিপ্লবীরা লোক চক্ষুর অন্তরালে বৈপ্লবিক কার্যকলাপ শুরু করেছিল। তাঁরা গুপ্ত বিপ্লবী সমিতির মাধ্যমে ব্রিটিশ সরকারের আতঙ্ককে বাড়িয়ে তোলে।
বিপ্লবীদের কর্মকান্ড
পাঞ্জাবের সাহারান পুরে জে.এম চট্টোপাধ্যায় লালা হরদয়াল, অজিৎ সিং, অম্বাপ্রসাদ প্রমুখ বিপ্লবী গোপন সমিতির মাধ্যমে পাঞ্জাবের সর্বত্র বিপ্লববাদের আদর্শ ছড়িয়ে দেন। পরে এই দায়িত্ব নেন রাসবিহারী বসু।
গদর পার্টির ভূমিকা
ভারতের মুক্তির জন্য গদর পার্টি সশস্ত্র অভ্যুত্থানের পরিকল্পনা করে। লাহোর, আম্বালি, মীরাট, রাওয়াল পিন্ডি প্রভৃতি অঞ্চলে ভারতীয় সেনাদের মধ্যে গদর পার্টির সদস্যরা এই পরিকল্পনা প্রচার করেন। ১৯১৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিপ্লবীদের ঝাঁপিয়ে পড়ার এই পরিকল্পনা কৃপাল সিংহের বিশ্বাসঘাতকতায় ব্যর্থ হয়।
উপসংহার
পাঞ্জাবের বিপ্লবী আন্দোলন লাহোর ষড়যন্ত্র মামলায় স্তিমিত হলেও জনমানসে এই বিপ্লবী কর্মতৎপরতা ব্রিটিশ শাসনের প্রতি একরাশ ঘৃণা ছড়িয়ে দেয় দেয় ও ব্রিটিশ শৃঙ্খল থেকে বেরিয়ে আসার সংকল্পকে জাগরিত করে।
Leave a reply
You must login or register to add a new comment .