ভারতের বিপ্লবী আন্দোলনের রাসবিহারী বসুর ভূমিকা
উত্তর ভারতের বিপ্লবী রাজনীতির সঙ্গে রাসবিহারী বসুর নাম অবিচ্ছেদ্য ভাবে জড়িত। তাঁর প্রধান উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর মধ্যে বিদ্রোহের আদর্শ প্রচার করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জন। ১৯১২ খ্রিস্টাব্দে দিল্লির তৎকালীন বড়োলাট লর্ড হার্ডিঞ্জ শোভা যাত্রায় বের হলে রাসবিহারী বসুর সহকর্মী বসন্ত বিশ্বাস বড়োলাটের ওপর বোমা ছোড়েন।
এই পরিকল্পনার জন্য পুলিশ রাসবিহারী বসুকে সন্দেহ করলে রাসবিহারী দেরাদুন ত্যাগ করে জাপানে পালিয়ে যান। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আজাদ হিন্দ বাহিনী গঠনে মুখ্য ভূমিকা পালন করেন। এইভাবে বিপ্লবী রাসবিহারী বসু ভারতের বিপ্লবী আন্দোলনে এক অগ্রণী ভূমিকা পালন করেন।
Leave a reply
You must login or register to add a new comment .