জাতীয় কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভেদ সৃষ্টির কারণ
জাতীয় কংগ্রেসের জন্মলগ্ন থেকেই কর্মপদ্ধতি ও মতাদর্শগত বিভেদের ফলে নরমপন্থী এই দুই গোষ্ঠির উদ্ভব হয়। ১৯০৭ খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনে দুপক্ষের সংঘর্ষ বেঁধে যায়। সেই বৈঠকে জাতীয় কংগ্রেসের একটি সংবিধান রচিত হয়। সেখানে বলা হয় যে জাতীয় কংগ্রেসের লক্ষ্য ঔপনিবেশিক স্বায়ত্তশাসন অর্জন করা এবং সেই স্বায়ত্বশাসন অর্জিত হবে সাংবিধানিক উপায়ে। চরমপন্থীরা এই সংবিধান মেনে নিতে পারেননি। ফলে তারা ১৯১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের বাইরে ছিলেন।
লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, অশ্বিনী কুমার দত্ত প্রমুখ নেতারা নরমপন্থীদের মতাদর্শের তীব্র সমালোচনা করেন। লালা লাজপত রায় নরমপন্থীদের উদ্দেশ্যে বলেছিলেন—“তারা চেয়ে ছিলেন রুটি, পেয়েছিলেন পাথরের টুকরো”। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মতে— সুরাটের ঘটনার ফলে জাতীয় কংগ্রেসের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায়ের অবসান এবং এক নতুন যুগের সূচনা হয়।
Frequently Asked Questions
কংগ্রেসের কোন্ অধিবেশনে নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরমে ওঠে?
১৯০৭ খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের নরমপন্থী ও চরমপন্থীদের বিরোধ চরমে ওঠে।
Leave a reply
You must login or register to add a new comment .