র্যালে কমিশন
ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ইতিহাসে লর্ড কার্জনের শাসনকাল এক বিশেষ দিকচিহ্ন হিসেবে পরিচিত। বড়োলাটের কার্যনির্বাহক সমিতির আইনি সদস্য স্যার টমাস র্যালের সভাপতিত্বে বড়োলাট কার্জন একটি বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করেন। এই কমিশনের উদ্দেশ্য ছিল ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির সংগঠন ও শিক্ষার মানোন্নয়ন করার ব্যাপারে রিপোর্ট তৈরি করা। এই কমিশনের সুপারিশের ভিত্তিতে ১৯০৪ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন রচিত হয়।
বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারি ক্ষমতা বৃদ্ধি করা, বিশ্ববিদ্যালয়ে সেনেট ও সিন্ডিকেটের নির্বাচিত সদস্য সংখ্যা হ্রাস করে সরকার মনোনীত সদস্য সংখ্যা বৃদ্ধি করা, শিক্ষার পরিবেশ উন্নত করতে উপযুক্ত যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ করা এবং কলেজগুলি পরিদর্শনের ব্যবস্থা করার কথা এই আইনে বলা হয়। কিন্তু কলিকাতা বিশ্ববিদ্যালয়ের তদানিন্তন উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওপর সরকারি নিয়ন্ত্রণের তীব্র প্রতিবাদ করেন।
Leave a reply
You must login or register to add a new comment .