১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইন
গভর্নর জেনারেল মিন্টো তাঁর এক রিপোর্টে ভারতে শিক্ষার শোচনীয় অবস্থা জানান। ভারতের শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানকে গড়ে তোলার উদ্দেশ্যে কোম্পানির কাছে আর্থিক সাহায্যেরও আবেদন জানান। এই সময় ১৮১৩ খ্রিস্টাব্দে সনদ আইন পাশ হয় এবং কোম্পানি আগামী কুড়ি বছরের জন্য ভারতের শাসনাধিকার লাভ করে। এই আইনের একটি ধারায় উল্লেখ থাকে যে, ভারতীয় জনশিক্ষার জন্য কোম্পানি ‘প্রতি বছর অন্তত এক লক্ষ টাকা ব্যয় করবে।’ সেই জন্যই ১৮২৩ খ্রিস্টাব্দে কমিটি অব পাবলিক ইন্স্ট্রাকশন বা জনশিক্ষা কমিটি গঠিত হয়।
এই নতুন কমিটি সংস্কৃত ও ফারসি শিক্ষার জন্য এই অর্থব্যয়ের সিদ্ধান্ত গ্রহণ করে। কমিটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে রামমোহন রায় তৎকালীন গভর্নর জেনারেল লর্ড আমহার্স্টকে একটি পত্র লিখে সংস্কৃত শিক্ষার অসারতা প্রমাণ করে আধুনিক বিজ্ঞান ও ইংরেজি শিক্ষা প্রবর্তনের দাবি জানান।
Leave a reply
You must login or register to add a new comment .