ভারতে জাতীয়তাবাদী চেতনার বিকাশে ইউরোপীয় প্রভাব
উনিশ শতকের ইউরোপ ছিল জাতীয়তাবাদ, উদারনৈতিক মতবাদ, যুক্তি বাদ, মানবতাবাদ, গণতন্ত্র ও স্বাধীনতার আদর্শে সমৃদ্ধ। যেমন—
প্রথমত, ইংল্যান্ডের স্বৈরাচারী শাসনের নাগপাশ থেকে আমেরিকার উপনিবেশগুলির মুক্তি সাধন ভারতবাসীকে উদ্বুদ্ধ করে
দ্বিতীয়ত, বুরবোঁ রাজতন্ত্রের বিরুদ্ধে ফরাসি বিপ্লব ভারতবাসীকে নতুন চেতনায় উজ্জীবিত করে।
তৃতীয়ত, আয়ারল্যান্ডের আইরিশ হোমরুল আন্দোলন ভারতের জাতীয় জীবনকে গভীরভাবে নাড়া দেয়।
চতুর্থত, ইটালির ঐক্য আন্দোলনের অন্যতম নেতা ম্যাৎসিনির চিন্তাধারা, গ্যারিবন্ডির দেশপ্রেম ভারতবাসীকে নতুন পথ দেখায়।
পঞ্চমত, বিশ শতকের প্রারম্ভে রাশিয়ার গণমুক্তি ভারতীয় রাষ্ট্রীয় চেতনাকে গভীরভাবে প্রভাবিত করে।
অতএব ইউরোপ ও বহির্বিশ্বের এই সমস্ত রাজনৈতিক ঘটনাবলি ভারতবাসীর জাতীয়তাবাদী চেতনাকে জাগিয়ে তুলেছিল একথা অনস্বীকার্য।
Leave a reply
You must login or register to add a new comment .