Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



মেরু অঞ্চলে সর্বদা শীতকাল কেন কারণ দেখাও।

পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে ৬৬\frac{১}{২}^{\circ} কোণে অবস্থান করে বলে ২১শে মার্চ থেকে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস সুমেরু বৃত্তে ক্রমাগত দিন ও কুমেরু বৃত্তে ছয়মাস রাত্রি। ২৩শে সেপ্টেম্বর থেকে ২১শে মার্চ পর্যন্ত কুমেরু বৃত্তে ছয়মাস দিন এবং সুমেরু বৃত্তে ছয়মাস রাত্রি। সুতরাং মেরু অঞ্চলে ছয়মাস দিন ও ছয়মাস রাত্রি। মেরু অঞ্চলে যে সময় দিন বিরাজ করে সে সময় সূর্যরশ্মিও বেশি তির্যকভাবে পড়ে। স্বভাবতই দীর্ঘ ৬ মাস দিন থাকলেও সূর্যরশ্মি তির্যকভাবে পড়ার জন্য মেরু অঞ্চলে ভূ-পৃষ্ঠ যতটা উত্তপ্ত হয়, দীর্ঘ ৬ মাস রাত্রিকালে তার থেকে অনেক বেশি তাপ বিকিরিত হয়। ফলে সামগ্রিকভাবে মেরু অঞ্চলে সর্বদাই স্বল্প উষ্ণতার প্রাধান্য পরিলক্ষিত হয় অর্থাৎ সবসময়েই শীতঋতু বিরাজ করে।

Read More

Leave a reply