Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question

কোন্ কোন্ দিন পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয় এবং কেন হয়?

২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান। ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর তারিখে সূর্য পরিক্রমার সময় পৃথিবী আপন কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে, সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে এবং উভয় মেরু সূর্য থেকে সমান দূরে অবস্থান করে। ফলে ছায়াবৃত্ত ৯০° উত্তরে সুমেরু এবং ৯০° দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত হয় এবং নিরক্ষরেখা ও অন্যান্য সমাক্ষরেখাকে সমান দু-অংশে বিভক্ত করে। অর্থাৎ ২৩শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর এই দুই দিন পৃথিবীর অর্ধাংশ আলোকিত অংশে এবং বাকি অর্ধাংশ অন্ধকারে থাকে। ফলে পৃথিবীর সর্বত্র ঐ দুদিন দিনরাত্রি সমান হয়।

Read More

Leave a reply