২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান। ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর তারিখে সূর্য পরিক্রমার সময় পৃথিবী আপন কক্ষপথে এমনভাবে অবস্থান করে যে, সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে পড়ে এবং উভয় মেরু সূর্য থেকে সমান দূরে অবস্থান করে। ফলে ছায়াবৃত্ত ৯০° উত্তরে সুমেরু এবং ৯০° দক্ষিণে কুমেরু পর্যন্ত বিস্তৃত হয় এবং নিরক্ষরেখা ও অন্যান্য সমাক্ষরেখাকে সমান দু-অংশে বিভক্ত করে। অর্থাৎ ২৩শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর এই দুই দিন পৃথিবীর অর্ধাংশ আলোকিত অংশে এবং বাকি অর্ধাংশ অন্ধকারে থাকে। ফলে পৃথিবীর সর্বত্র ঐ দুদিন দিনরাত্রি সমান হয়।
Read More
- সৌরদিন কাকে বলে?
- পৃথিবীর অক্ষ এবং কক্ষপথ কাকে বলে?
- পৃথিবীর আবর্তন গতির ফলে আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না কেন?
- পৃথিবীর সব স্থানে আহ্নিক গতির বেগ একরকম হয় না কেন?
- সূর্যের আপাত দৈনিক গতি বা আপাত সঞ্চরণ কাকে বলে?
- বার্ষিক রবি সঞ্চরণ বা রবি মার্গ কাকে বলে?
- নিরক্ষীয় অঞ্চলে সর্বদা গ্রীষ্মকাল কেন কারণ দেখাও।
- সূর্যের উত্তরায়ণ কাকে বলে?
- সূর্যের দক্ষিণায়ন কাকে বলে?
- গ্রীষ্মকালের তুলনায় শীতকালে দিন ছোটো হয় কেন?
- শীতকালের তুলনায় গ্রীষ্মকালে দিন বড়ো হয় কেন?
- নিশীথ সূর্যের দেশ কাকে বলে ?
- অপসূর ও অনুসূর বলতে কী বোঝো?
- নিশীথ সূর্যের দেশ পৃথিবীর কোন্ অঞ্চলকে বলে ও কেন বলে?
- পৃথিবীতে দিনরাত্রি হয় কেন?
- ঋতু পরিবর্তনের কারণ কী?
- মেরু অঞ্চলে সর্বদা শীতকাল কেন কারণ দেখাও।
- পৃথিবীতে দিনরাত্রির হ্রাসবৃদ্ধি হয় কেন?
Leave a reply
You must login or register to add a new comment .