পৃথিবীর জন্মমুহূর্তে (অর্থাৎ পৃথিবী যখন জ্বলন্ত সূর্য থেকে বিচ্ছিন্ন হল) পৃথিবীর আকৃতি ছিল গোলকাকার। কিন্তু শিশু অবস্থায় (যখন পৃথিবী উত্তপ্ত ও নমনীয় ছিল) নিজের অক্ষে ক্রমাগত আবর্তনের ফলে পৃথিবীর মধ্যাংশে যে কেন্দ্রবিমুখ শক্তির উদ্ভব হয়, তার ফলে পৃথিবীর মধ্যাংশ অর্থাৎ নিরক্ষীয় অঞ্চল একটু ফুলে উঠে স্ফীত হয় এবং পৃথিবী অভিগত গোলকের (অর্থাৎ যে গোলকের উত্তর ও দক্ষিণ দিক সামান্য চাপা এবং পূর্ব ও পশ্চিম দিক সামান্য স্ফীত) আকৃতি প্রাপ্ত হয়।
■ কিন্তু পৃথিবীকে যে একটি আদর্শ অভিগত গোলক বলা যায় না তার কারণ হল :
(১) সমুদ্রতল, পাহাড়-পর্বত এবং মালভূমি ভূপৃষ্ঠকে উঁচুনীচু, ঢেউখেলানো এবং বন্ধুর রূপ দান করেছে। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট (উচ্চতা ৮,৮৫৮ মিটার) হল পৃথিবীর উচ্চতম অঞ্চল, আর প্রশান্ত মহাসাগরের গভীর সমুদ্রতলে অবস্থিত মারিয়ানা খাত (গভীরতা ১১,০০০ মিটারেরও বেশি) হল পৃথিবীর নিম্নতম অঞ্চল, অর্থাৎ পৃথিবীর বন্ধুরতার প্রসর হল প্রায় ২০ কিলোমিটার—অর্থাৎ পৃথিবীপৃষ্ঠ যথেষ্ট বন্ধুর।
(২) পৃথিবী থেকে সম্প্রতি যে সব কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে তাদের শ্যেন দৃষ্টিতে ধরা পড়েছে যে :
[ক] পৃথিবীর শুধুমাত্র দক্ষিণ মেরুই চাপা, উত্তর মেরু চাপা নয়,
[খ] দক্ষিণ মেরু ২০ মিটার অতি নীচু এবং উত্তর মেরু ২০ মিটার অতি উঁচু;
[গ] দক্ষিণ টানা রেখা পৃথিবীর ন্যাসপাতির মতো আকৃতি এবং গোলার্ধের মধ্য অক্ষাংশ ৮ মিটার ফুলে ভাঙা রেখা আদর্শ অভিগত গোলোকাকৃতি বোঝাচ্ছে উঠেছে, আর উত্তর গোলার্ধের মধ্য অক্ষাংশ ৮ মিটার বসে গিয়েছে। অর্থাৎ, পৃথিবীর আকৃতি অনেকটা ন্যাসপাতির মতো।
● পৃথিবীর এই বিশিষ্ট আকৃতিটি আমাদের পরিচিত কোনো বস্তুর সঙ্গে সঠিকভাবে তুলনীয় নয়। তাই বলা হয় যে, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই।
পৃথিবীর গড় পরিধি কত?
পৃথিবীর গড় পরিধি ৪০,০০০ কিলোমিটার।
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?
পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ১২,৭৫৭ কিলোমিটার।
একই সময়ে পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না কেন?
পৃথিবীর আকৃতি গোলকাকার হওয়ায় একই সময়ে পৃথিবীর সর্বত্র সূর্যের আলো পড়ে না। পৃথিবীর একদিক যখন আলোকিত হয়, তখন অন্যদিক অন্ধকার থাকে। স্বভাবতই বিভিন্ন স্থানে সূর্যোদয় ও সূর্যাস্ত বিভিন্ন সময়ে ঘটে থাকে। পৃথিবী সমতল হলে একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হত।
চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পতিত পৃথিবীর ছায়া গোলাকার দেখায় কেন?
গোলাকার বস্তুর ছায়া গোলাকারই হয়। যেহেতু পৃথিবী গোলাকার, সেহেতু চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পতিত পৃথিবীর ছায়াকে গোলাকার দেখায়।
Leave a reply
You must login or register to add a new comment .