উদাহরণসহ বায়ুপ্রবাহের সংক্ষিপ্ত শ্রেণিবিভাগ
বায়ুপ্রবাহকে সাধারণত ৪ ভাগে ভাগ করা যায়, যথা : (১) নিয়ত বায়ুপ্রবাহ, (২) সাময়িক বায়ুপ্রবাহ, (৩) আকস্মিক বায়ুপ্রবাহ এবং (৪) স্থানীয় বায়ুপ্রবাহ।
(১) নিয়ত বায়ুপ্রবাহ
যে সমস্ত বায়ুপ্রবাহ সারা বছর নির্দিষ্ট দিকে নিয়মিতভাবে প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ুপ্রবাহ বলে। আয়নবায়ু, পশ্চিমাবায়ু এবং মেরুদেশীয়বায়ু হল নিয়ত বায়ুপ্রবাহের উদাহরণ।
(২) সাময়িক বায়ুপ্রবাহ
দিনের বিভিন্ন সময়ে ও বছরের বিভিন্ন ঋতুতে স্থল ও জলভাগের তাপ ও চাপের পার্থক্যের ফলে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয় তাকে সাময়িক বায়ুপ্রবাহ বলে। স্থলবায়ু, সমুদ্রবায়ু এবং মৌসুমিবায়ু সাময়িক বায়ুপ্রবাহের উদাহরণ।
(৩) আকস্মিক বায়ুপ্রবাহ
কোনো স্থানের বায়ুচাপের আকস্মিক হ্রাস বা বৃদ্ধির ফলে যে বায়ুপ্রবাহের সৃষ্টি হয়, তাকে আকস্মিক বায়ুপ্রবাহ বলে। ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত হল আকস্মিক বায়ুপ্রবাহের উদাহরণ।
(8) স্থানীয় বায়ুপ্রবাহ
স্থানীয় কারণবশত তাপ ও চাপের বৈষম্যের ফলে বছরের নির্দিষ্ট সময়ে যে বায়ু প্রবাহিত হয়, তাকে স্থানীয় বায়ুপ্রবাহ বলে। স্থানীয় বায়ু সাধারণত মরুভূমি বা উঁচু পার্বত্য অঞ্চলে প্রবাহিত হয়। কালবৈশাখী, ফন, চিনুক, আঁধি প্রভৃতি স্থানীয় বায়ুপ্রবাহের উদাহরণ।
Leave a reply
You must login or register to add a new comment .