আকৃতি ও গঠন অনুসারে আগ্নেয়গিরির শ্রেণিবিভাগ
আকৃতি ও গঠন অনুসারে আগ্নেয়গিরিকে চার ভাগে ভাগ করা যায়, যেমন:
- ত্রিভুজ বা শঙ্কুর
- গম্বুজের মতো আকৃতির আগ্নেয় পর্বত
- বিস্ফোরিত জ্বালামুখবিশিষ্ট আগ্নেয়গিরি এবং
- মিশ্র-শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি।
(১) ত্রিভুজ বা শঙ্কুর মতো আকৃতিবিশিষ্ট আগ্নেয়গিরি (Conical shaped or cilindercone Volcano)
এই ধরনের আগ্নেয়গিরি দেখতে অনেকটা ত্রিভুজবা শঙ্কুর মতো এবং কোনো কোনো সময় এই ধরনের আগ্নেয়গিরির শিখরে একাধিক জ্বালামুখ থাকে। উদাহরণ : জাপানের ফুজিয়ামা।
(২) গম্বুজের মতো আগ্নেয়গিরি (Dome shaped Volcano)
জ্বালামুখ দিয়ে সরাসরি লাভা না বেরিয়ে পার্শ্ববর্তী ফাটলের মাধ্যমে লাভা বের হওয়ায় এই ধরনের আগ্নেয়গিরি দেখতে অনেকটা গম্বুজের মতন হয়। উদাহরণ : হাওয়াই দ্বীপে এইরকম আগ্নেয়গিরি দেখা যায়।
(৩) বিস্ফোরিত জ্বালামুখবিশিষ্ট আগ্নেয়গিরি (Explosion Vent Volcano)
প্রচণ্ড বিস্ফোরণের ফলে এই ধরনের আগ্নেয়গিরির জ্বালামুখে বড়ো গহ্বর তৈরি হয়। উদাহরণ : আইসল্যান্ডের আগ্নেয়গিরি।
(৪) মিশ্র শঙ্কু আকৃতির আগ্নেয়গিরি (Composite Cone Volcano)
বহুদিন ধরে বারে বারে অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্টি হওয়া এই ধরনের আগ্নেয়গিরিতে প্রধান জ্বালামুখ ছাড়াও এক বা একাধিক ছোটো ছোটো গৌণ জ্বালামুখ থাকে। উদাহরণ : মেক্সিকোর
পোপোকেটাপেটল।
Leave a reply
You must login or register to add a new comment .