এশিয়া মহাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত ভারত এবং (চিন ও আফগানিস্তান বাদে) ভারতের অন্যান্য প্রতিবেশী দেশগুলি যেমন পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে প্রাকৃতিক ও সাংস্কৃতিক যোগাযোগ এত নিবিড় যে এই ছয়টি দেশকে একসঙ্গে ভারতীয় উপমহাদেশ বলা হয়।
ভারতের মতো এইসব দেশগুলোও এককালে ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গ হিসেবে বহুদিনই একসঙ্গে অবস্থান করেছে, আবার ভারতের কিছু আগে-পরে স্বাধীনতাও লাভ করেছে। এইসব দেশের মূল আইন এবং বৈদেশিক নীতিও অনেকটা একই রকমের। বিশেষ ভৌগোলিক অবস্থানের জন্য ভারত এইসব দেশের মধ্যমণি হিসেবে অবস্থান করছে বলে মনে করা হয়। তাই ভারতকে উপমহাদেশ বলা বহুলাংশে সংগত হয়েছে।
মোটামুটিভাবে পৃথিবীর স্থলভাগের কেন্দ্রে কোন্ দেশটি অবস্থিত?
মোটামুটিভাবে পৃথিবীর স্থলভাগের কেন্দ্রে ভারত অবস্থিত।
ভারতের দক্ষিণতম স্থলবিন্দুর নাম কী?
নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্ট।
শ্রীলঙ্কাকে ভারত থেকে বিচ্ছিন্ন করেছে কে কে?
মান্নার উপসাগর ও পক্ প্রণালী।
Leave a reply
You must login or register to add a new comment .