অবস্থান
আমাদের জন্মভূমি ভারত এশিয়া মহাদেশের দক্ষিণাংশের অন্তর্গত একটি বৈচিত্র্যপূর্ণ দেশ, যা উত্তরে ৩৭°৬′ উত্তর অক্ষাংশ (কাশ্মীরের উত্তর সীমা) থেকে দক্ষিণে ৮°৪′ উত্তর অক্ষাংশ (কন্যাকুমারিকা অন্তরীপ) এবং পশ্চিমে ৬৮°৭′ পূর্ব দ্রাঘিমা (গুজরাটের পশ্চিম সীমা) থেকে পূর্বে ৯৭°২৫′ পূর্ব দ্রাঘিমা (অরুণাচল রাজ্যের পূর্ব সীমা) পর্যন্ত বিস্তৃত। বৃহৎ নিকোবর দ্বীপের দক্ষিণের শেষ প্রান্তটির নাম ইন্দিরা পয়েন্ট, এটি ভারতের দক্ষিণতম স্থলবিন্দু।
বিস্তৃতি
এশিয়া মহাদেশের দক্ষিণ দিকের প্রায় মধ্যভাগে অবস্থিত ভারতের উত্তর (কাশ্মীরের উত্তর সীমা) থেকে দক্ষিণে (কন্যাকুমারী পর্যন্ত) বিস্তার ৩,২১৪ কি.মি. এবং পূর্ব (অরুণাচল রাজ্যের পূর্ব সীমা) থেকে পশ্চিমের (গুজরাটের পশ্চিম সীমা) বিস্তৃতি ২,৯৩৩ কিমি।
আয়তন
ভারতের মোট আয়তন প্রায় ৩২ লক্ষ ৮৭ হাজার ২৬৩ বর্গ কিমি। রাশিয়ান কমনওয়েলথ, চিন, কানাডা, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার পরেই আয়তনে ভারত পৃথিবীর সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
সীমানা
ভারতের উত্তর সীমানা জুড়ে অবস্থান করছে বিশাল হিমালয় পর্বতমালা এবং চিন, নেপাল ও ভুটান রাষ্ট্র। উত্তর-পশ্চিমে পাকিস্তান ও আফগানিস্তান এবং পশ্চিমে অবস্থিত পাকিস্তান ও আরব সাগর ভারতের পশ্চিম সীমানা রচনা করেছে।
ভারতের পূর্ব সীমানা নির্দেশিত হয়েছে বার্মা (মায়ানমার), বাংলাদেশ ও বঙ্গোপসাগরের অবস্থান দ্বারা। দক্ষিণের উপদ্বীপ (যে ভূখণ্ডের তিনদিকেই সমুদ্র তাকে উপদ্বীপ বলা হয়) অংশের তিনদিক বেষ্টন করেছে ভারত মহাসাগর, আরব সাগর ও বঙ্গোপসাগরের সুনীল জলধি। শ্রীলঙ্কার অবস্থান ভারতের সর্ব দক্ষিণ প্রান্তে। এই দেশটি পক প্রণালী ও মান্নার উপসাগর দ্বারা ভারত থেকে বিচ্ছিন্ন হয়েছে।
ভারতের মোট আয়তন কত?
ভারতের আয়তন প্রায় ৩২.৮৭ লক্ষ বর্গ কিমি।
ভারতের স্থলভাগের পরিসীমা কত?
ভারতের স্থলভাগের পরিসীমা ১৫,২০০ কিমি।
Leave a reply
You must login or register to add a new comment .