Register Now

Login

Lost Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

Captcha Click on image to update the captcha .

Add question



ভারতীয় ইতিহাসে ভৌগোলিক উপাদান।

১। ‘ইতিহাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী?

উত্তর : ‘ইতিহাস’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল ‘ইতি-হ-আস’ অর্থাৎ অতীতকালে

২। ভারতবর্ষ এশিয়া মহাদেশের কোন্‌দিকে অবস্থিত?

উত্তর : ভারতবর্ষ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থিত।

৩। বাংলার লোকেরা কোন্ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তর : বাংলার লোকেরা ব্রাকিসিফেলাস জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

৪। ভারতের আদিবাসীরা কোন্ জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?

উত্তর : ভারতের আদিবাসীরা অস্ট্রিক জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

৫। কে ভারতবর্ষকে ‘নৃতত্ত্বের জাদুঘর’ বলেছেন?

উত্তর : ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে ‘নৃতত্ত্বের জাদুঘর’ বলেছেন।

৬। কতদিন পূর্বে ভারতে আদিমতম মানবের পদার্পণ ঘটে।

উত্তর : প্রায় ২০ লক্ষ বছর পূর্বে ভারতে আদিমতম মানবের (হোমো হাবিলিস) পদার্পণ ঘটে।

৭। ভারতবর্ষ নামটির উৎস কী?

উত্তর : অনেকে মনে করেন প্রাচীন রাজা ভরতের নাম থেকেই ‘ভারতবর্ষ’ নামের উৎপত্তি।

৮। আর্যাবর্ত’ কোন্ অঞ্চলকে বলা হয়?

উত্তর : সিন্ধু, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র বিধৌত সমভূমি অঞ্চল আর্যাবর্ত নামে পরিচিত।

৯। দাক্ষিণাত্য কোন্ অঞ্চলকে বলা হয়?

উত্তর : বিন্ধ্যপর্বতের দক্ষিণ অংশ দাক্ষিণাত্য নামে পরিচিত।

১০। আর্যরা কোন্ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল?

উত্তর : আর্যরা ছিল ‘নর্ডিক’ জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

১১। ‘কিরাত’ কাদের বলা হয়?

উত্তর : মোগনীয় জনগোষ্ঠী দ্বারা সৃষ্ট সিকিম, নাগাল্যান্ড, নেপাল, মায়ানমার প্রভৃতি অঞ্চলের লোকেদের প্রাচীন ভারতীয় সাহিত্যে ‘কিরাত’ নামে উল্লেখ করা হয়েছে।

১২। ভারতের প্রধান ভাষা কয়টি?

উত্তর : ভারতের প্রধান ভাষা ১৫টি।

১৩। অশোকের শিলালিপির পাঠোখার কে করেন?

উত্তর : জেমস্ প্রিন্সেপ ১৮৩৭ খ্রিস্টাব্দে সম্রাট অশোকের শিলালিপির পাঠোখার করেন।

১৪। বোঘজকোই লিপি কে আবিষ্কার করেন?

উত্তরঃ এশিয়ামাইনর থেকে ‘বোঘজকোই লিপি’ আবিষ্কার করেন স্যার অবেল টাইন।

১৫। ভারতে মুদ্রায় লেখার চল কবে থেকে শুরু হয়?

উত্তর : চতুর্থশতকে মূলত আলেকজান্ডারের ভারত আক্রমণের পর থেকে মুদ্রায় লেখার প্রচলন শুরু হয়।

১৬। পুরাণের সংখ্যা কয়টি?

উত্তর : পুরাণের সংখ্যা ১৮টি।

১৭। এলাহাবাদ হাবাদ প্রশস্তি কার রচনা?

উত্তরঃ সমুদ্রগুপ্তের সভাকবি হরিযেণ এলাহাবাদ প্রশস্তি রচনা করেন।

১৮। নাসিক প্রশস্তি থেকে কার শাসনকাল সম্পর্কে জানা যায়? অথবা, নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত আছে?

উত্তর : নাসিক প্রশস্তিতে সাতবাহন রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি বর্ণিত আছে।

১৯। কোন্ শিলালিপি থেকে রাজা শশাঙ্ক সম্পর্কে জানা যায়?

উত্তরঃ গঞ্জাম শিলালিপি’ থেকে শশাঙ্ক সম্পর্কে জানা যায়।

২০। ‘গরুড়ধ্বজ লিপি’ কার রচনা?

উত্তর : গ্রিকরাজা হেলিওভোরাস ‘গরুড়ধ্বজ লিপি’ রচনা করেন।

২১। বাংলার পালরাজা ধর্মপাল কোন লিপি রচনা করেন?

উত্তর : বাংলার পালরাজা ধর্মপাল খালিমপুরের তাম্রলিপি” রচনা করেন।

২২। ভারতে প্রথম কোন সময় স্বর্ণমুদ্রার প্রচলন ঘটে?

উত্তর : ভারতে প্রথম স্বর্ণমুদ্রার প্রচলন হয় কুষাণ যুগে।

২৩। আঙ্কোরভাট মন্দির কোথায় অবস্থিত?

উত্তর : আঙ্কোরভাট মন্দির কম্বোজে অবস্থিত।

২৪। বরবুদুরের মন্দির কোথায় অবস্থিত?

উত্তর : বরবুদুরের মন্দির জাভায় অবস্থিত।

২৫। হর্ষচরিত কে রচনা করেন?

উত্তর : ‘হর্ষচরিত রচনা করেন হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট।

২৬। ‘রাজতরঙ্গিনী গ্রন্থে প্রাচীন ভারতের কোন রাজ্যের ইতিহাস বর্ণিত হয়েছে?

উত্তর : কলহনের লেখা ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থে প্রাচীন ভারতের কাশ্মীর রাজ্যটির কথা বর্ণিত হয়েছে।

২৭। বিদেশে প্রাপ্ত একটি শিলালিপির নাম করো, যা থেকে ভারতের ইতিহাস জানা যায়।

উত্তর : এশিয়া মাইনরে প্রাপ্ত ‘নকস্-ই-রুস্তম’ শিলালেখ থেকে ভারতের ইতিহাস জানা যায়।

২৮। একটি স্মৃতিগ্রন্থের নাম করো।

উত্তর : একটি স্মৃতিগ্রন্থ হল ‘নারদস্মৃতি’।

২৯। ‘বুদ্ধচরিত’ কার লেখা?

উত্তর : ‘বুদ্ধচরিত’ অশ্বঘোষের লেখা।

৩০। পাণিনি লিখিত ব্যাকরণ গ্রন্থটির নাম কী?

উত্তর : পাণিনি লিখিত ব্যকরণ গ্রন্থটি হল ‘অষ্টাধ্যায়ী’।

৩১। অর্থশাস্ত্রের রচয়িতা কে?

উত্তর : অর্থশাস্ত্রের রচয়িতা কৌটিল্য বা চাণক্য।

৩২। সন্ধ্যাকর নন্দী কে ছিলেন?

উত্তর : সন্ধ্যাকর নন্দী ছিলেন ‘রামচরিত’ গ্রন্থের রচয়িতা।

৩৩। ‘ইন্ডিকা’ কে রচনা করেন?

উত্তর : ‘ইন্ডিকা’ গ্রন্থটি রচনা করেন গ্রিক রাজদূত মেগাস্থিনিস’।

৩৪। প্লিনি লিখিত গ্রন্থটির নাম কী?

উত্তর : প্লিনি লিখিত গ্রন্থটি হল ‘প্রাকৃতিক ইতিহাস’ (Natural History).

৩৫। ফা-হিয়েন লিখিত গ্রন্থটির নাম কী?

উত্তর : ফা-হিয়েন লিখিত গ্রন্থটির নাম ‘ফু-কিউ-কি’ বা ভারতবৃত্তান্ত।

৩৬। হিউয়েন সাঙ লিখিত গ্রন্থটির নাম কী?

উত্তর : হিউয়েন সাঙ লিখিত গ্রন্থটির নাম ‘সি-ইউ-কি’।

৩৭। ‘তাহকিক-ই-হিন্দের’ লেখক কে?

উত্তর : ‘তাহকিক-ই-হিন্দের’ লেখক অলবেরুনি।

৩৮। আইহোল প্রশস্তি’তে কোন্ রাজার কীর্তি বর্ণিত আছে?

উত্তরঃ আইহোল প্রশস্তিতে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তি বর্ণিত আছে।

৩৯। কোন রাজা ‘হাতিগুম্ফা গুহালেখ’ নির্মাণ করেন?

উত্তর : ‘হাতিগুম্ফা গুহালেখ’ নিমার্ণ করেন কলিঙ্গরাজ খারবেল।

Leave a reply