ডালটনের পরমাণুবাদের সীমাবদ্ধতা
1. পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখেন যে, পরমাণুকে ভেঙ্গে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন পাওয়া যায়। অর্থাৎ পরমাণু বিভাজ্য।
2. আইসোটোপ (+H, H, H) আবিষ্কারের পর দেখা যায় একই মৌলের বিভিন্ন পরমাণুর ভর আলাদা হতে পারে।
3. কেবলমাত্র ডালটনীয় যৌগের ক্ষেত্রে পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়। বার্থোলেডীয় যৌগের ক্ষেত্রে পরমাণুগুলি পূর্ণসংখ্যার সরল অনুপাতে যুক্ত হয় না।
Leave a reply
You must login or register to add a new comment .