বস্তুতন্ত্রে সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়ার পদ্ধতিকে শক্তিপ্রবাহ বা এনার্জি ফ্লো বলে। সৌরশক্তি উদ্ভিদের দেহে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হওয়ার পর উদ্ভিদ যখন তৃণভোজী প্রাণীর খাদ্যে পরিণত হয়, তখন খাদ্যের মাধ্যমে পুষ্টির স্তর অনুসারে শক্তি ধাপে ধাপে ছড়িয়ে পড়ে।
বাস্তুতন্ত্রে শক্তি কিভাবে প্রবাহিত হয়
সমস্ত শক্তিপ্রবাহের মূল উৎস হল সৌরশক্তি। সৌরশক্তির জোগান ছাড়া বাস্তুতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহিত হওয়ার কয়েকটি বিশেষ ধরন আছে। যেমন—
(১) উৎপাদক স্তরে সবুজ উদ্ভিদ সর্বপ্রথম সৌরশক্তিকে সালোকসংশ্লেষের মাধ্যমে নিজেদের দেহে সঞ্চয় করে এবং তারপরে ওই সঞ্জিত শক্তি অন্যান্য খাদক স্তরে ছড়িয়ে পড়ে।
(২) বাস্তুতন্ত্রে শক্তিপ্রবাহ সর্বদা একমুখী। যেমন—সূর্য থেকে আগত শক্তি প্রথমে স্তরে সবুজ উদ্ভিদের মধ্যে আবদ্ধ হয় এবং খাদ্যশৃঙ্খলের মধ্য দিয়ে বিভিন্ন খাদক স্তরে শক্তি পৌঁছায়। অর্থাৎ শক্তিপ্রবাহ বাস্তুরীতিতে সর্বদা উৎপাদক স্তর থেকে প্রগৌণ খাদক স্তরে পৌঁছাবে, এটাই নিয়ম। প্রগৌণ খাদক স্তর থেকে ক্রমশ নীচের দিকে উৎপাদক স্তরে শক্তিপ্রবাহের কোনো সুযোগ নেই।
(৩) যেভাবে পরিবেশের মধ্যে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসের আবর্তন হয়, সেভাবে বাস্তুতন্ত্রে শক্তির কোনো আবর্তন হয় না।
(৪) প্রাথমিক স্তর থেকে গৌণ খাদক এবং প্রগৌণ খাদক স্তরে যতই শক্তি স্থানান্তরিত হয়, ততই শক্তির জোগান কমতে থাকে।
(৫) বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ তাপগতি বিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র মেনে চলে।
Leave a reply
You must login or register to add a new comment .